শিক্ষক নিবন্ধনসাধারন এবং অন্যান্য

বেসরকারি শিক্ষকদের জন্য নতুন আইন পাস

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার কোনও শিক্ষককে ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে যে রায় দেয়া হয়েছিলো, তা, পূর্ণাঙ্গ প্রকাশ করেছেন হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরের পর ১৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ হয়।কোনও শিক্ষককে এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে মর্মেও রায়ে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি উক্ত রায়ে রিটকারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে ৯০ দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে বলেছেন আদালত। এ ছাড়া তার বকেয়া বেতন-ভাতাও পরিশোধ করতে বলেছেন আদালত।

রায়ে বেসরকারি শিক্ষকদের চাকরি বিধিতে এই বিধান সংযোজন করতে বলেছেন আদালত। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি ইস্যু করে সকল শিক্ষা বোর্ডকে এ বিষয়ে পরিপত্র জারি করতে বলেছেন আদালত।

The High Court has fully disclosed that no teacher of a private school, college, or madrasa can be suspended for more than six months. Recently, Justice M. Inayetur Rahim and Justice. The 15-page verdict was published after the signature of Mostafizur Rahman. The court also revoked the petitioner’s order of suspension and ordered him to be reinstated within 90 days. The court also asked him to pay his arrears of salary and allowances. The court asked the court to add this provision in the rules of employment of private teachers. At the same time, the court issued a letter to the Ministry of Education asking all education boards to issue circulars in this regard.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply