সাধারন এবং অন্যান্য

বিনামূল্যে বাংলা বই পড়ার সেরা ৬ অ্যাপস

কাগজের বইয়ের সময় কি ফুরাল! সবাই বলবেন না- একটি তরতাজা বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে পড়া আর নতুন বইয়ের ঘ্রাণ এর আবেদন কখনোই ফুরাবে না। তবে ই-বুক বা পিডিএফ ফরমেটের বইয়ের চাহিদাও বাড়ছে দিনদিন। বই রাখা নিয়ে ঝামেলা যেমন নেই তেমন মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা পিসিতে বসে পড়ে ফেলা যায় সহজেই। একটা মেমোরি কার্ডে রাখা যায় হাজার হাজার বই। যারা ই-বুক, পিডিএফ ফরমেটে বই পড়তে ভালোবাসেন।

 

সেইসব বইয়ের পোকাদের জন্যই ফ্রি-বইয়ের ঠিকানা। ঘুরে আসুন অনলাইন বইয়ের জগৎ থেকে। ডাউনলোড করে নিন প্রিয় বই, প্রয়োজনীয় বই। লকডাউনে বইপড়ুয়াদের সংখ্যা বেড়েছে অনেক। বাইরে গিয়ে যেহেতু বই কেনা যাচ্ছে না, তাই অনেকেই ঢুঁ মারছেন ই-বুকে। এতেও আছে বিপত্তি। ফোনের জ্বলজ্বলে পর্দায় পিডিএফ পড়তে গিয়ে চোখের ওপর পড়ে চাপ। আর এ যন্ত্রণা কিছুটা কমাতে সাহায্য নিতে পারেন দারুণ এই অ্যাপগুলোর।

 

১>লাইব্রেরা

 

এই অ্যাপের সুবিধা হচ্ছে পড়ার মাঝে কোনও বিরক্তিকর বিজ্ঞাপন এসে মনোযোগ নষ্ট করবে না। আছে একাধিক কাস্টমাইজেশনের সুযোগ। নিজের পছন্দমতো বই সাজিয়ে রাখতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী। অনেকটা পাঠাগারের মতো। বইয়ের কভারেই থাকবে বই সম্পর্কে কিছু কথা, যা দেখে আপনি ঠিক করতে পারবেন কোনটা পড়া যায়। অটোস্ক্যান, বুকমার্ক, হাইলাইট, নাইট মোড, ট্রান্সলেটর, প্রোগ্রেস বার, ডিকশনারি (ইংরেজির ক্ষেত্রে) সুবিধাও আছে এতে। এক কোটিবার ডাউনলোড হয়েছে এটি।

 

২>ফক্সইট

 

অন্যান্য ইবুক রিডার অ্যাপগুলোর মতো সব সুবিধা এখানে থাকলেও এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেমন বই পড়া যায়, তেমনি বইয়ের কথা শোনাও যায়। অর্থাৎ পিডিএফটাকে অডিওবুক হিসেবেও উপভোগ করতে পারবেন।

 

৩>গুগল প্লে বুক

 

গুগলের তৈরি এই অ্যাপে অনলাইন বা অফলাইন, দুভাবেই বই পড়তে পারবেন। একইসঙ্গে এই অ্যাপে পাবেন সহস্র বইয়ের তালিকা।

 

৪>এলডিকো

 

ই-বুক অ্যাপের মধ্যে সবচেয়ে পুরনো রিডার এটি। শুধু পিডিএফই নয়, এতে ইপাবসহ ডিআরএম এনক্রিপ্টেড বইও পড়তে পারবেন। এর ইন্টারফেসটাও দারুণ। দেখে মনে হবে সত্যিকারের একটা বুকশেলফ যেন।

 

৫>মুন+

 

জনপ্রিয় ই-বুক রিডার অ্যাপের তালিকায় মুন+ রিডারের নাম আসবে সবার আগে। অন্যান্য অ্যাপে গ্রাফিক নভেল বা কমিক বই পড়ার সুবিধা না থাকলেও এখানে সেটা পাবেন। পিডিএফের পাশাপাশি ইপাব, মোবি ফাইলও পড়া যাবে।

 

৬>রিডএরা

 

ওয়ার্ড, মোবি, ইপাব, টিএক্সটি, পিডিএফ এফবি২-সহ বিভিন্ন ফরম্যাটের বই পড়ার সুযোগ যেমন থাকছে, তেমনি থাকছে ফন্টের সাইজ ছোট-বড়, লাইন স্পেসিং কম-বেশি, মার্জিন করে পড়ার সুযোগ। অ্যাপের ইন্টারফেসটাও চমৎকার। রাতের বেলা নাইট মোড ব্যবহার করে বই পড়া যায়। এতে চোখ বেঁচে যায় বাড়তি আলোর চাপ থেকে। আরও আছে বুকমার্ক, নোট লেখা ও হাইলাইট করার সুবিধা। পছন্দমতো বইয়ের লেখক বা ঘরানা অনুযায়ী ফোল্ডারও তৈরি করে নিতে পারবেন।

 

What a waste of time on paper books! Not everyone will say – turning the pages of a fresh book and the scent of a new book will never run out of appeal. However, the demand for e-books or PDF format books is also increasing day by day. Books can be easily dropped on mobile phones, tablets, laptops, or PCs without any hassle. Thousands of books can be kept in one memory card. Those who love to read books in e-book, PDF format.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply