শিক্ষা নিউজসাধারন এবং অন্যান্য

ইউটিউব থাম্বনেইল তৈরি করে টাকা আয় করার নিয়ম How to earn money by creating YouTube thumbnails

ইউটিউব থাম্বনেইল তৈরি করে টাকা আয় করার নিয়ম How to earn money by creating YouTube thumbnails. ফ্রিল্যান্সিং করার সময় নতুনদের অনেকেই কোন কাজ করবেন, তা নির্বাচন করতে পারেন না। অনেকেই শুরুতেই বেশি টাকা আয়ের আশায় বড় বড় কাজ করতে চান। কিন্তু চাইলে তো হবে না, ক্লায়েন্টদের কাছে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। ফলে বড় কাজ না পেয়ে অনেকেরই আগ্রহ নষ্ট হয়ে যায়।

 

ছোট কাজ, তাই আয়ও কম। তবে ইউটিউব থাম্বনেইল তৈরি করতে সময় খুবই কম প্রয়োজন হয়। মার্কেটপ্লেসে সাধারণত একটি থাম্বনেইল তৈরির জন্য ১ ডলার থেকে সর্বোচ্চ ২০ ডলার পাওয়া যায়। মনে রাখতে হবে, কাজের মান ভালো হলে ক্লায়েন্টরা ভিডিও তৈরির পরপরই আপনাকে দিয়ে থাম্বনেইল তৈরি করাবে। ফলে নিয়মিত কাজ পাওয়া যাবে।

 

এভাবে বেশ কিছু ক্লায়েন্টের কাজ পেলে আয়ও ভালো হবে। মার্কেটপ্লেসে এমনও ক্লায়েন্ট রয়েছেন, যাঁদের প্রতিদিনই ১০ থেকে ৫০টি থাম্বনেইল প্রয়োজন হয়। ইউটিউব থাম্বনেইল তৈরির জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। গ্রাফিকসের সাধারণ কাজ জানা যেকোনো ব্যক্তি ১২৮০ বাই ৭২০ পিক্সেল রেশিওতে বাক্য, এক বা একাধিক ছবি, লোগো দিয়ে সহজেই সুন্দর সুন্দর ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারেন। আপনি যে ফরম্যাটেই কাজ করেন না কেন, ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে নকশাটি দিতে হবে।

ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে
ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে

তবে চিন্তার কিছু নেই, ফটোশপে সহজেই ফরম্যাট পরিবর্তন করা যায়। ফরম্যাট পরিবর্তনের জন্য ফটোশপের ফাইল মেনু থেকে এক্সপোর্ট অপশনে থেকে এক্সপোর্ট অ্যাজ-এ ক্লিক করলেই একটি উইন্ডো দেখা যাবে। এবার সেটিংসের নিচে ফরম্যাট অপশনে জেপিইজি এবং পিএনজি ফরম্যাট নির্বাচন করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ফাইলটি সংরক্ষণের লোকেশন নির্বাচন করতে হবে।

 

ইউটিউব থাম্বনেইল তৈরির সময় কোনোভাবেই মেধাস্বত্ব করা ছবি, লেখা, লোগো ইত্যাদি ব্যবহার করা যাবে না। মেধাস্বত্ব করা কনটেন্টের মাধ্যমে ইউটিউব থাম্বনেইল তৈরি করলে ক্লায়েন্টের চ্যানেল কপিরাইট ভঙ্গের দায়ে অভিযুক্ত হতে পারে। ফলে আপনি আর কাজ পাবেন না। নিরাপদ থাকতে কাজ করার আগে ক্লায়েন্টকেই লেখা, ছবি ও লোগো দিতে বলবেন। যদি ক্লায়েন্ট অন্য ওয়েবসাইট থেকে কনটেন্ট সংগ্রহ করতে বলেন, তবে অবশ্যই বিনা মূল্যে ব্যবহার উপযোগী মেধাস্বত্বহীন কনটেন্ট ব্যবহার করবেন। আপনি যে ওয়েবসাইট থেকে কনটেন্ট সংগ্রহ করেছেন, সেটির নাম ক্লায়েন্টকে জানাতে পারেন।

 

যে কাজই করেন না কেন, আপনার একটি পোর্টফোলিও থাকা খুবই জরুরি। কম করে হলেও ৫০ থেকে ১০০টি ইউটিউব থাম্বনেইল তৈরির নকশা পোর্টফোলিওতে যুক্ত করতে হবে। এতে আপনার কাজ সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ক্লায়েন্টরা। অনলাইনে পোর্টফোলিও তৈরির জন্য বিহ্যান্স (www. behance.net) ও ড্রিবল (https://dribbble.com/) বেশ জনপ্রিয়।

 

How to earn money by creating YouTube thumbnails how to earn money by creating YouTube thumbnails. While freelancing, many newcomers can not choose what work to do. Many people want to do big work in the hope of earning more money in the beginning. But if you want, you will not have to prove your skills to the clients. As a result, many people lose interest in not getting big work.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *