সাধারন এবং অন্যান্য

ভারতে সয়াবিন তেলের দাম কত ২০২২

ভারতে সয়াবিন তেলের দাম কত ২০২২ ভারত সরকারের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সয়াবিন তেল প্রতি লিটার ১৯৮ রুপিতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ দাম দাঁড়ায় ২২২ টাকা।

এছাড়া শুক্রবার চিনাবাদাম তেলের সর্বভারতীয় গড় খুচরা মূল্য ছিল প্রতি লিটার ২২৩ রুপি, সরিষার তেল প্রতি কেজি ১৯৮ রুপি এবং পাম তেল প্রতি কেজি ১৮১ দশমিক ৫ রুপি।

মহারাষ্ট্র থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, সেখানেও বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে । রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরে পুনেতে সয়াবিন তেলের ৯০০ মিলিলিটার (এমএল) প্যাকেট বিক্রি হচ্ছে ১৬৫ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৬ টাকা। সে হিসাবে এক লিটারের দাম পড়ছে বাংলাদেশি মুদ্রায় ২০৬ টাকা। বছরের শুরুতে সয়াবিন তেলের দাম এখানে ছিল ১১০ রুপি।

একইভাবে সূর্যমুখী তেলের দাম এখন লিটারপ্রতি ২০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৫ টাকা ও রাইস ব্র্যান অয়েল ১৯০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ২১৪ টাকা। সরিষার তেলের ৯১০ এমএলের প্যাকেটের দাম ২২৩ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ২৫০ টাকা। বাজার শান্ত রাখতে ভারত সরকার রান্নার তেলের কাঁচামাল আমদানির ওপর শুল্ক কমিয়েছে।

educationsinbd.com/bn

এদিকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনা করে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সয়াবিন তেল ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে।

আজকের তেলের দাম কত ২০২২? নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম পড়বে ৯০৬ টাকা। এছাড়া পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯২ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৭২ টাকা এবং ৫ লিটারের বোতল ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাম তেল বিক্রি হচ্ছে ১২১ টাকায় লিটার।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply