চাকরির বিজ্ঞপ্তিসাধারন এবং অন্যান্য

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ”প্রধান শিক্ষক” পদের বিজ্ঞপ্তি প্রকাশিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ”প্রধান শিক্ষক” পদের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টি হচ্ছে ১১২২টি সহকারী প্রধান শিক্ষকের পদ। অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদন শেষে তা যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে অনুমোদনের পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিটি বিদ্যালয়ের জন্য একজন করে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির প্রস্তাব দেয়। তবে সে প্রস্তাবে সায় দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা শুধু যেসব বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী রয়েছে—এমন বিদ্যালয়ের জন্য ১১২২টি পদ অনুমোদন দিয়েছে।  পদ সৃষ্টির নথি অনুমোদন হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদসংখ্যা হ্রাস।
১,১২২টি শূন্যপদ নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ”প্রধান শিক্ষক” পদের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত।
অনলাইনে আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২৫।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ''প্রধান শিক্ষক'' পদের বিজ্ঞপ্তি প্রকাশিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ”প্রধান শিক্ষক” পদের বিজ্ঞপ্তি প্রকাশিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৯ হাজার সহকারী প্রধান শিক্ষক পদ অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন অর্থ মন্ত্রণালয়, সচিব কমিটি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পদ সৃষ্টির চূড়ান্ত অনুমোদন শেষে বিধি তৈরি করা হবে। তখনই বিষয়টি স্পষ্ট হবে। কবে নাগাদ নতুন পদ সৃষ্টির সব কাজ শেষ হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব নয়।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২৫-এর তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান বিঘ্নিত হচ্ছে জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নতুন পদ সৃষ্টির প্রস্তাব জানিয়েছেন জেলা প্রশাসকরা। নদীভাঙন এলাকায় শিশুদের ঝরেপড়ার হার রোধ ও খাস বা অধিগ্রহণকৃত জমিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের নীতিমালা প্রণয়ন করার প্রস্তাবও করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply