চাকরির প্রস্ততিচাকরির বিজ্ঞপ্তি

সময় যত গড়াচ্ছে চাকরিতে বয়সবৃদ্ধির দাবি ততই আড়ালে চলে যাচ্ছে

সময় যত গড়াচ্ছে চাকরিতে বয়সবৃদ্ধির দাবি ততই আড়ালে চলে যাচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আন্দোলন দীর্ঘদিনের হলেও মেলেনি সমাধান। সমাধান না এলেও হাল ছাড়েনি চাকরিপ্রত্যাশীরা। দাবি আদায়ে নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। তবে দাবি বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। বরং সময় যত গড়াচ্ছে বয়সবৃদ্ধির দাবি ততই আড়ালে চলে যাচ্ছে।

 

সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা। সবশেষ চাকরিতে প্রবেশের বয়সবৃদ্ধির দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। পরে পুলিশের লাঠিচার্জে তাদের সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়। নতুন করে আন্দোলনের আভাস মিললেও বিষয়টি নিয়ে সরকারের কোনো পরিকল্পনার কথা শোনা যায়নি।

 

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পূর্ব থেকেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। করোনার কারণে দীর্ঘ ১৮ মাস চাকরির পরীক্ষা বন্ধ থাকায় এই দাবি আরও জোরালো হয়। সংক্রমণ কমার পর প্রার্থীরা বিষয়টি নিয়ে জোরালো আন্দোলন শুরু করলে সরকার করোনাকালীন ক্ষতি বিবেচনায় চাকরিপ্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দেয়। তবে এটিকে চাকরি প্রত্যাশীদের সাথে প্রহসন বলে আখ্যা দিয়েছেন আন্দোলনরতরা।

As time goes on, the demand for age increase in employment is disappearing. Although the movement to increase the age limit for entry into government service has been going on for a long time, no solution has been found. Even though the solution did not come, the job seekers did not give up. They have continued various programs to realize the demand. However, the government has not yet taken any initiative to implement the demand. On the contrary, as time goes by, the demand for aging is disappearing.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply