জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রাশ প্রোগ্রাম ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রাশ প্রোগ্রাম ২০২৪। কয়েকমাস ধরেই বন্ধ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহ। যার ফলে স্থবির হয়ে পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কোর্সের ক্লাস-পরীক্ষা। করোনার প্রভাবে স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সের পরীক্ষাসহ বেশ কয়েকটি কোর্সের পরীক্ষা।

এদিকে ফের বাড়ানো হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে স্কুল কলেজ খোলার পক্ষে মত নেই সরকারের। তাদের মতে পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা যাবে না। এমন পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থা অনেক পিছিয়ে পড়েছে। এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার ব্যাপারে এখনও চূড়ান্ত কোন সিধান্ত নেওয়া হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহে নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণ সংক্রান্ত নোটিশ

আরো পড়ুন-  জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার যেমন হবে

করোনার কারণে দেশের অন্যতম বিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন কোর্সে লেখাপড়া করছে। কয়েকমাস ধরেই এসব শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে৷ কয়েকটি কলেজে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হলেও বেশিরভাগ কলেজের অনলাইনে ক্লাস নিতে পারছেনা।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রাশ প্রোগ্রাম করে ওভারকাম করার আভাস দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেছেন, ছাত্রদের উদ্দেশ্যে বলব, তারা যেন বাড়িতে বসে পড়ালেখা করে। এজন্য যে, এই দুর্যোগ কাটিয়ে উঠার পর আমরা একের পর এক পরীক্ষা নিতে থাকব। আগে যেমন আমরা ক্রাশ প্রোগ্রাম করে ওভারকাম করেছি, সেই রকম মেথড এখানেও এপ্লাই করতে হবে।’

সেজশজট নিরসনের জন্য দ্রুত ফরম পূরণ, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের উদ্যোগের নাম ক্রাশ প্রোগ্রাম। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুততার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ফরম পূরণ করা হবে এবং লাগাতার পরীক্ষা নেওয়া হবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পূর্ব পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে কোনো সেশনজট ছিল না।

সেই ধারাবাহিকতা বহাল রাখতে লকডাউন শেষে পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরে বসে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। এই দুর্যোগ কাটিয়ে উঠার পর একের পর এক পরীক্ষা হবে। সেশনজট নিরসনে আগে যেমন ক্রাশ প্রোগ্রাম করা হয়েছে সেই রকম মেথড এখানেও এপ্লাই করা হবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা হবে 

পরিস্থিতি স্বাভাবিক হলে অনার্স ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষা সবার আগে শুরু হবে৷ পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরেই ব্যবহারিক ও ভাইভা পরীক্ষা আরম্ভ হবে৷ এদিকে অনার্স ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা স্থগিত আছে যা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে৷ করোনা গেলে অনার্স ১ম ও ২য় বর্ষের ফরম ফিলাপের ডেট দেওয়া হবে।

এদিকে করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে মাস্টার্স শেষ পর্ব ও ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষা যা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে মাস্টার্স ১ম পর্ব, ডিগ্রী ৩য় বর্ষ ও ডিগ্রী ১ম বর্ষের ফরম ফিলাপের ডেট দেওয়া হবে। খুব সল্প সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার শেষ করা হবে। এভাবেই ক্রাশ প্রোগ্রাম করে ওভারকাম করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রাশ প্রোগ্রাম ২০২৪

  • M Tamjidul Islam Noyon

    জাতীয় বিশ্ববিদ্যালয় আগেও কি অস্থবির ছিল…?
    যতসব অকেজো শিক্ষাব্যবস্থা ঘাটিঁই হল জাতীয় বিশ্ববিদ্যালয়।
    এইটা এমন এক বিশ্ববিদ্যালয়, যেখানে স্টুডেন্টদের ক্যারিয়ারের পথ সুগম করার জন্য কোন বিশেষ কার্যাবলি অটুট নেই।
    নেই কোন ইয়ার ভিক্তিক প্রেজেন্টেশনের সিস্টেম।
    আরো বড় গলায় লিখছেন এনইউ এর শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে…..(ডিজগাস্টিং)

    Reply

Leave a Reply