জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ১ম বর্ষের ক্যালকুলাস’র ফল নিয়ে অসন্তোষ, যা বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ক্যালকুলাস বিষয়ের পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

১ম বর্ষের শিক্ষার্থীদের অভিযোগ, ক্যালকুলাস বিষয়ের ক্রেডিট ২, অন্য বিষয়গুলোর মতো এই বিষয়েরও ক্রেডিট ৪ ধরে ফলাফল প্রস্তুত করেছে। এর ফলে যারা নিশ্চিত জিপিএ-৫ পাওয়ার কথা ছিলো তারা সি এবং ডি পেয়ে কোনোভাবে পাশ করেছেন। আর যারা শতভাগ পাশ করবেন বলে ধারণা করা হচ্ছিল তারা ফেল করেছেন। ফল নিয়ে অসন্তোষে থাকা শিক্ষার্থীরা আন্দোলনের হুমকি দিয়েছেন। আন্দোলনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত হচ্ছেন তারা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, ২ ক্রেডিটের কোর্সকে ৪ ক্রেডিট ধরার সুযোগ নেই। ফলাফল তৈরি হয় সফটওয়্যারের মাধ্যমে। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া পরীক্ষকদের যে খাতা দেওয়া হয় সেখানে রোল নাম্বার উল্লেখ থাকে না। কাজেই কোন কলেজের খাতা কোন শিক্ষক মূল্যায়ন করছেন তা জানার সুযোগ নেই।

ক্যালকুলাস কঠিন সাবজেক্ট। গাণিতিক সমাধান করতে হয়। এখানে ছোট্ট ভুলেও নাম্বার কাটা যায়। কাজেই এ বিষয়ে ফল খারাপ হওয়াটাই স্বাভাবিক। এইচএসসিতে জিপিএ-৫ পেলেও অনেকেই ক্যালকুলাসে পাস করতে পারেন না। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অভিযোগ খুবই স্বাভাবিক বিষয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান বলেন, কলেজের শিক্ষকরা খাতা মূল্যায়ন করেন। ফল প্রকাশের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। ফল প্রকাশে প্রোগ্রামিংয়ে খুব সামান্য ভুল হতে পারে। এমনটি হলে সংশোধন করা হবে। শিক্ষার্থীরা যদি মনে করেন যথাযথ ফল পাননি, সেক্ষেত্রে পুনঃমূল্যায়নের আবেদনের সুযোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেউ ফেল করবে কেউ পাস করবে এটাই স্বাভাবিক।

উল্লেখ্য ,গত ৩ এপ্রিল অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। এ পরীক্ষায় ৮৮ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

2 thoughts on “অনার্স ১ম বর্ষের ক্যালকুলাস’র ফল নিয়ে অসন্তোষ, যা বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

  • Md.Shahalam

    আরে প্রিনছিপাল কাক্কু,,পরিক্ষা কলেজ খোলর ৭ দিনের ভেতর নেওয়ার ব্যাবস্থা তোমার আছে ভাল কথা,পরিক্ষার পরা টা কি তুমি পরে দিবা নাকি।।।ছাত্রদের জীবননিয়া খেলা আর কত করবেন।। auto pass daoya hok atai chai..ami honours 2nd year..

    Reply

Leave a Reply