জাতীয় বিশ্ববিদ্যালয়

সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর

লাল তালিকাভুক্ত ৩৭টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ অনেক বিএড কলেজের প্রয়োজনীয় প্রশিক্ষক ও অবকাঠামো নেই। আবার মূল ক্যম্পাসের বাইরে ক্যাম্প করে অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের ভর্তি নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। দুর্নীতি দমন দমিশন (দুদক) এবং র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ ডিসম্বের) গণমাধ্যমে ‘প্রশিক্ষণ ছাড়াই মিলছে বিএড সনদ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর একটি বেসরকারি টেলিভিশনে ভার্চুয়ালি অংশ নিয়ে সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘আজ যখন সংবাদ প্রকাশিত হয়েছে, এ ক্ষেত্রে আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক ও অন্যান্য সংস্থা যারা রয়েছে, তারা ব্যবস্থা নিতে পারে। ’

মূল ক্যম্পাস ছাড়া অন্য কোথাও ক্যাম্প স্থাপন করে ভর্তি নেওয়া এবং অননুমোদিত প্রতিষ্ঠানের বিষয়ে উপাচার্য বলেন, ‘যেগুলো অনুমোদিত নয় এবং ক্যাম্প স্থাপন করেছে, সেগুলো কোচিং সেন্টারের মতো। সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ’

উপাচার্য বলেন, ‘আমরা ৩৭টি প্রতিষ্ঠানকে লাল তালিকাভুক্ত করেছি। আদালতের মামলার কারণে আমরা পরীক্ষা নিতে বাধ্য হই। ’

উপাচার্য আরও বলেন, ‘আমরা আর কোনও প্রতিষ্ঠানের অনুমোদন দেবো না। মনিটরিং ব্যবস্থা জোরদার করছি। সাইনবোর্ড সর্বস্ব যেগুলো রয়েছে, সেগুলোর যাতে অস্তিত্ব না থাকে সে ব্যবস্থা নেবো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply