জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ১ম বর্ষ ফরম ফিলাপ যেভাবে করবেন

অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম ফিলাপের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করেছে। কিভাবে ফরম ফিলাপ করতে হয় এটি অনেকেই জানেন না।ফরম ফিলাপ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকের এই পোস্টটি।

অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৩/০২/২০২১ থেকে ০২/০৩/২০২১ পর্যন্ত।

অনার্স ১ম বর্ষ ফরম ফিলাপ যেভাবে করবেন?
ফরম ফিলাপ করতে কি কি লাগে বা কি করতে হবে  অথবা করণীয় কি নিম্নে তা দেয়া হলো।
প্রথমে যে কাজ করতে হবে তা হলো যেসব দোকানে অনলাইনের কাজ করা হয় সেখান থেকে ফরম ফিলাপের জন্য আবেদন ফরম তুলতে হবে।আবেদন ফরম তোলার জন্য রেজিস্টেশন নাম্বার আর মোবাইল নাম্বার লাগবে। অথবা ফরম পূরণ নিজেও করতে পারবেন।অনার্স ১ম বর্ষ ফরম ফিলাপ যেভাবে করবেন

এখানে অনার্স রেজিস্ট্রেশন নম্বর করতে হবে। এজন্য অনার্সের জন্য আলাদা কার্ড ইস্যু করা হয়েছে, কলেজে গেলেই পেয়ে যাবেন ।
ফরম ফিলাপের জন্য অনলাইনের মাধ্যমে যে আবেদন ফরম টি উত্তোলন করছেন সেই ফরম সহকারে আপনার কলেজে উপস্থিত থাকিয়া সাথে টাকা ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম ফিলাপ না করলে, পরবর্তী সময়ে ফরম ফিলাপ করতে চাইলে,নির্দিষ্ট জরিমানা সহকারে ফরম ফিলাপ করতে হবে,আর যদি ফরম ফিলাপ না করো তাহলে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে পারবে না,তার প্রেক্ষিতে এক বছর লস হয়ে যাবে।

পরীক্ষা শুরু হবে কবে থেকে?

ফরম ফিলাপের সময় শেষ হলে কয়েক দিনের মধ্যে আপনার পরীক্ষার রুটিন বের হবে।

ফরম ফিলাপ করতে যত টাকা লাগবে:
সরকারি কলেজে হলে ২৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যেই।
আর বেসরকারি কলেজে এটার সাথে বেতন যুক্ত থাকায় একটু বেশি লাগবে।
আপনার ফরম ফিলাপ করতে কত টাকা লাগবে তা দেখার জন্য অবশ্যই,আপনার কলেজের নোটিশ বোর্ড দেখতে হবে।

যারা ইমপ্রুভ দিবো তাদের জন্য কিছু তথ্যঃ
ইমপ্রুভ হচ্ছে যারা এখন দ্বিতীয় বর্ষ,তৃতীয় বর্ষ,চতুর্থ বর্ষে,কিন্তু অনার্স প্রথম বর্ষের একাধিক সাবজেক্ট ফেল করছে।
ইম্প্রুভ দেওয়ার জন্য ফরম ফিলাপ করতে কত টাকা লাগবে?
১ম বিষয়ের জন্য ১৩০০/১৫০০ টাকা,
পরবর্তী প্রতি বিষয়ের জন্য ২০০/ ৩০০ টাকা করে।
(কলেজভেদে কমবেশি হতে পারে )
যারা নট প্রমোটেড বা পরীক্ষা দিয়েছেন ফেল করছেন প্রমোটেড হয়নি।তাদেরকেও ইমপ্রুভ নিয়মে ফরম ফিলাপ করতে হবে।শুধুমাত্র যে কয়টি সাবজেক্ট ফেল করেছে সে কয়টি। How to fill up national university honours 1st year exam form by online.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “অনার্স ১ম বর্ষ ফরম ফিলাপ যেভাবে করবেন

  • Sranto

    coronai amne jb krte krte mre jacchi
    r o aikhane from fill up er tk komai dewar jaigai barai dicchn wow

    Reply

Leave a Reply