জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। স্থগিত এসকল পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে৷

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা স্থগিত

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ঈদুল ফিতরের পরে আগামী ২৪ মে সব বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে। ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেয়া হবে। ২৪ মে পর্যন্ত কোনও ধরনের কোনও পরীক্ষা হবে না। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান ও সূচি ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য। অর্থাৎ ২৪ মে’র আগে কেউ কোনও ধরনের পরীক্ষা নেবে না। ‘

মন্ত্রী আরও জানান, ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ক্লাস চলবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষা হবে না। হলগুলো দীর্ঘ এক বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। তাই, ১৭ মের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো সংস্কার করার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর এ নির্দেশনার পর জাতীয় বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত ঘোষণা করলো।

এর আগে করোনার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব স্থগিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। করোনাভাইরাসের মধ্যেই ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের তত্বীয় পরীক্ষা ও ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। করােনাকালীন সময়ে আনুমানিক বিভিন্ন বর্ষের ৭ লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা, মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষাসহ বেশকিছু প্রফেশনাল কোর্সের পরীক্ষা চলমান আছে। এছাড়া অনার্স চতুর্থ বর্ষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রীর এ নির্দেশনার পর এসব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসকল পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে অবহিত করা হবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি 

উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়। পরীক্ষা চলার কথা ছিল ২৩ মার্চ পর্যন্ত। আর ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের তত্বীয় পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয় উক্ত পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। এছাড়াও মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ৭ ফেব্রুয়ারিতে শুরু হয়েছে যা এখনও শেষ হয়নি।

প্রসঙ্গত  করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আবারও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে বলে জানা গেছে৷

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

Leave a Reply