জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

ছুটি বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যথাসময়ে শুরু হবে

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) মাে. শাহানুর রহমান সা’দ। আজ রবিবার (২৯ আগস্ট) বিকেলে তিনি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফল ১ সেপ্টেম্বর 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শাহানুর রহমান জানান, যথা সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ধিত ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোন প্রভাব ফেলবে না। কিছু কিছু বিভাগের রুটিন প্রকাশিত হয়েছে। আরও বেশকিছু বিভাগের রুটিন প্রকাশের অপেক্ষায় রয়েছে।

এর আগে, সশরীরে পরীক্ষা নিতে সম্প্রতি বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরে গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি বর্ধিত করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনে পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়।

নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ছুটি বাড়ানোর বিষয় সরকারের সিদ্ধান্ত। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আয়োজন একটা অনানুষ্ঠানিক প্রক্রিয়া। ছুটির সঙ্গে পরীক্ষার কোন সম্পর্ক নেই। শিক্ষার্থীদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে এসব পরীক্ষার আয়োজন হচ্ছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর, ২০১৯ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ১১ সেপ্টেম্বর, ২০১৮ সালের ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা ২ অক্টোবর, ২০১৮ সালের অনার্স ১ম ও ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষা যথাক্রমে ২২ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর, প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রফেশনাল কোর্সের পরীক্ষা ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে৷

প্রফেশনালের কোর্সসমূহের মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), এমপি.এড, বিবিএ প্রফেশনাল, এমবিএ প্রফেশনাল, বিএড অনার্স, ক্রীড়া বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচী প্রকাশ হয়েছে।

পরীক্ষার সময়সূচি, সময়কাল এবং রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন সময়ে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে শিক্ষার্থীদের বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকাশিত নোটিশ দেখুন এই লিংকে- educationsinbd.com/bn/national-university/

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। করোনার কারণে অনার্স, মাস্টার্স প্রফেশনাল কোর্সের শত শত পরীক্ষা আটকে রয়েছে। এসব স্থগিত পরীক্ষার রুটিন পর্যায়ক্রমে প্রকাশ করা শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়৷ সেপ্টেম্বর থেকে এসব স্থগিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু হতে যাচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply