জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

বাংলা নাটক-১ অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফাইনাল সাজেশন্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ (২০১৯-২০২০) পরীক্ষা:- ২০২৩ (অনুষ্ঠিতব্য ২০২৪/২৫) এর Exclusive ফাইনাল সাজেশন্স 2021 (আপডেট ভার্সন) অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফাইনাল সাজেশন্স 2021 Honours 2nd Year Exam Final Suggestions 2024.

বিষয়:- বাংলা নাটক-১
বিষয় কোড:- ২২১০০৭
পরীক্ষা ২০২২

মান বন্টন:- (পূর্ণমান : ৮০)
ক-বিভাগে ১২ টি ক্যুইজ প্রশ্ন (অতি সংক্ষিপ্ত) থাকবে, যে কোনো ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১০×১=১০
খ-বিভাগে ৮ টি প্রশ্ন (সংক্ষিপ্ত) থাকবে যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫×৪=২০
গ-বিভাগে ৮ টি প্রশ্ন (রচনামূলক) থাকবে যে কোনো ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫×১০=৫০

খ-বিভাগ = সংক্ষিপ্ত প্রশ্নাবলি:-

কৃষ্ণকুমারী : মাইকেল মধুসূদন দত্ত
১. ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে ভিমসিংহের চরিত্র সংক্ষেপে তুলে ধর।
২. ‘কৃষ্ণকুমারী’ নাটকের বিয়োগান্ত পরিনতির জন্য মদনিকা দায়ী কেন?
৩. ‘কৃষ্ণকুমারী’ নাটকে অতিপ্রাকৃতের ব্যবহার সংক্ষেপে তুলে ধর।
৪. মোহ স্বরূপ কুসুমের কণ্টক কি সামান্য তীক্ষ্ণ? —ব্যাখ্যা কর।
৫. ‘কাঠের বিড়াল হৌক না কেন, ইঁদুর ধরতে পাল্যেই হয়।’—কে, কোন বিষয়ে একথা বলেছে? আলোচনা কর।
৬. মানবজীবন চিরস্থায়ী নয়, অপযশঃ চিরস্থায়ী।—ব্যাখ্যা কর।
৭. ‘এ সুধা চন্দ্রালোকে থাকে’—ব্যাখ্যা কর।

নীল দর্পণ : দীনবন্ধু মিত্র
১. সংক্ষেপে ‘নীল দর্পণ’ নাটকের পটভূমি আলোচনা কর।
২. দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কি গণনাটক?—আলোচনা কর।
৩. গোলক বসুর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪. সংক্ষেপে তোরাপের চরিত্র আলোচনা কর।
৫. ‘ধর্ম্ম কি ব্যাচার জিনিস?’—কোন প্রসঙ্গে, কে এ কথা বলেছে?
৬. ‘এই আইনে কত ব্যক্তি বিনা অপরাধে কারাগারে ক্রন্দন করিতেছে।’—কোন আইন? আইনের স্বরূপ কী?

বিসর্জন : রবীন্দ্রনাথ ঠাকুর
১. জয়সিংহের কাছে জগৎ ও জীবন অর্থহীন বোধ হয় কেন (অন্তদ্বন্দ্ব)?
২. দেবীর পাষাণ মূর্তি রঘুপতি জলে নিক্ষেপ করে কেন?
৩. ‘বিসর্জন’ নাটক অবলম্বনে রাজা গোবিন্দমাণিক্যের পরিচয় দাও।
৪. ‘মানবের বুদ্ধি দীপ সম, যত আলো করে দান তত রেখে দেয় সংশয়ের ছায়া’—ব্যাখ্যা কর।
৫. ‘দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ।’—ব্যাখ্যা কর।
৬. ‘এই শেষ পূণ্যরক্ত এ পাপ মন্দিরে।’—ব্যাখ্যা কর।
৭. ‘আজ দেবী নাই তুমি মোর একমাত্র রয়েছ দেবতা।’—কে, কাকে, কেন এ কথা বলেছে? আলোচনা কর।

সিরাজউদ্দৌলা : সিকান্দার আবু জাফর
১. পরিচয় দাও → জগৎশেঠ, মোহনলাল, উমিচাঁদ।
২. ব্রিটিশ সিংহ ভয়ে কেন লেজ গুটিয়ে নিলেন– এ বড় লজ্জার কথা। কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।
৩. মতিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না।– কে, কোন প্রসঙ্গে এই উক্তি করেছে?
৪. এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেবো না।— কে, কোন প্রসঙ্গে এই উক্তি করেছে?
৫. অন্ধকূপ হত্যার বিষয় কী? সংক্ষেপে লেখ।
৬. “সিরাজ আমার কেউ নয়।”—ঘসেটি বেগমের এ ক্ষোভের কারণ ব্যাখ্যা কর।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ = রচনামূলক প্রশ্নাবলি:-

কৃষ্ণকুমারী : মাইকেল মধুসূদন দত্ত
১. ‘কৃষ্ণকুমারী’ নাটকের ঐতিহাসিকতা বিচার কর (সার্থকতা)।
২. ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে কৃষ্ণকুমারীর চরিত্র অঙ্কন কর।
৩. মদনিকা ও ধনদাস ‘কৃষ্ণকুমারী’ নাটকের সবচেয়ে জীবন্ত চরিত্র– এ বক্তব্য সম্পর্কে তোমার মতামত দাও।
৪. ‘কৃষ্ণকুমারী’ নাটকের অপ্রধান চরিত্র গঠনে মাইকেল মধুসূদন দত্তের সাফল্য নির্ণয় কর।
৫. ‘কৃষ্ণকুমারী’ নাটকে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব আলোচনা কর।

নীল দর্পণ : দীনবন্ধু মিত্র
১. ইতিহাসের যে পটভূমিতে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি রচিত তার স্বরূপ বিশ্লেষণ কর।
২. দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটকের সংলাপ রচনায় নাট্যকারের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা কর।
৩. নীলকর-নীলচাষ প্রভৃতি এখন দেশে না থাকলেও দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটকের প্রয়োজনীয়তা এখনো অনস্বীকার্য— আলোচনা কর।
৪. ট্রাজেডি হিসেবে ‘নীল দর্পণ’ নাটকের সার্থকতা আলোচনা কর।

বিসর্জন : রবীন্দ্রনাথ ঠাকুর
১. কাব্যনাট্য হিসেবে ‘বিসর্জন’ এর সার্থকতা বিচার কর।
২. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটকের নামকরণের সফলতা আলোচনা কর।
৩. ‘বিসর্জন’ নাটক অনুসারে জয়সিংহ ও অপর্ণা চরিত্রের গুরুত্ব আলোচনা কর।

সিরাজউদ্দৌলা : সিকান্দার আবু জাফর
১. সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ঐতিহাসিকতা বিচার কর।
২. ট্রাজেডি হিসেবে সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সার্থকতা বিচার কর।
৩. মীরজাফর চরিত্র বিশ্লেষণ কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply