ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল 2024 দেখবেন যেভাবে NU Degree 3rd year Result
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ১৬/০২/২০২৪ তারিখে বিকাল ০৪-০০টায় প্রকাশিত হয়েছে। সারাদেশে ১৮৭৩ টি কলেজের ৭১১ টি কেন্দ্রে সর্বমােট ১৬৩২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সারা দেশের ৭১১ টি কেন্দ্রে ১৮৭৩ টি কলেজের সর্বমােট ১,৬৩,২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে গড় উত্তীর্ণের হার ৫৭.৮৫%।
ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল 2024 দেখবেন যেভাবে NU Degree 3rd year Result
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে অদ্য রাত ৮.০০ থেকে পাওয়া যাবে। যে কোন মােবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে NU<space>DEG <space> ROLL লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
অনলাইনে ফলাফল দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের http://www.nubd.info/res_deg/degreeResForm.php www.nu.ac.bd/results ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং শিক্ষার্থীর রোল, রেজিষ্ট্রেশন নম্বর, পরীক্ষার সন এবং বক্সে উল্লেখিত ক্যাপচা কোড সঠিকভাবে লিখে সাবমিট করলেই ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
NU ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল 2024 দেখুন
এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্দিষ্ট ফরমেটে এসএমএস লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এসএমএস NU লিখে স্পেস দিয়ে DEG লিখতে হবে এবং আর একটি স্পেস দিয়ে পরীক্ষার রোল লিখতে হবে এবং ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ফাইনাল পরীক্ষার প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি/অভিযােগ গ্রহণযােগ্য হবে না।