জাতীয় বিশ্ববিদ্যালয়

কলেজের ভুলে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা দিতে পারলো না শরিফুল

আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স ফাইলান (৪র্থ) বর্ষের পরীক্ষার্থী। আমি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের একজন নিয়োমিত ছাত্র। আজকে আমার ২৪২২১৯ ( অর্থনৈতিক পরিকল্পনা)  পরিক্ষা ছিল।

আমি পরীক্ষার হলে গিয়ে খাতার সাব্জেক্ট কোড পূরণ করতে গিয়ে দেখি আমার এই সাবজেক্ট কোড নেই যেটা আছে সেটা হলো ২৪২২১৭।

আমাদের ডিপার্টমেন্ট এর কারো এই সাবজেক্ট নেই।

কেন জানি ভূল বসত আমার টা এইটা আসছে।

এই সাবজেক্ট কোড এর পরীক্ষা গত পর্শু ১৩/০২/২২ এ হয়ে গেছে।

আমাকে বলা হলো তুমার তো ২৪২২১৯ এই টা নেই তাহলে কিভাবে পরীক্ষা দিবে। এইটা শুনার পর আমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেলো। পরীক্ষা নিয়ন্ত্রন এর কক্ষে গিয়ে বললাম তারা কোন সুরহা দিতে পারলো না। আমি কান্নায় ভেংগে পড়লাম।

আমাদের কলেজে বিষয় টি জানানোর পর তারা বললো ভূল বসত হয়ে গেছে মন খারাপ করো না।

আমি একটা ছেলে মানুষ।  আমার পরিবারের অবস্থাও তেমন ভালো না।

একটা বছর আমি কোন চাকুরির আবেদন করতে পারবো না। আমার আগের কোন সাবজেক্ট এ ইম্প্রোভ  ও নেই, আমি প্রতি ইয়ার এই ফাস্ট ক্লাশ পেয়েছি।

আমি ইচ্ছা করে কোন ভূল করিনি। আমি আগে দেখি নি সাব্জেক্ট কোড এইটায় আমার ভূল।

যদি জানতে বা দেখতাম তাহলে আমি না পডেও ১৩/০২/২২ এই তারিখে পরিক্ষায় অংশগ্রহণ করতাম আবাজত পাশ নাম্বার অর্জন করতাম।

আমার জন্য কোন বেবস্থা নেই জাতীয় বিশ্ববিদ্যালয় এর কাছে? আমাকে যদি গাজীপুর গিয়ে একক ভাবে এই পরীক্ষা নেওয়া হয় আমি একটা বছর লস থেকে বেচে যাবো। আমার অনুভূতি টা কারো কাছে প্রকাশ করতে পারছি না।

আমাদের কেন্দ্রে কারো ২৪২২১৭ এই সাবজেক্ট ছিল না।

আমাকে কোন ভাবে সহযোগীতা করতে পারবেন?

Shairul Islam Shujan

আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, অর্থনীতি বিভাগ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply