ক্যারিয়ারজাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দ্রুত কর্মজীবনে প্রবেশ করানোর উদ্যোগ নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মমুখি বিভিন্ন কোর্সের উপর গুরুত্বারােপ করছে, যাতে শিক্ষার্থীরা লেখা-পড়া শেষ করে দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এলআইএস প্রােগ্রামের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য এসব কথা বলেন।

আরো পড়ুন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলােচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস পােস্ট প্রাজুয়েট ডিপ্লোমা-ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রােগ্রামের (এলআইএস) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (ষষ্ঠ ব্যাচ) ভর্তি পরীক্ষা সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ডক্টর মালেকা কলেজে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য সকলকে ধন্যবাদ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মমুখি বিভিন্ন কোর্সের উপর গুরুত্বারােপ করছে, যাতে শিক্ষার্থীরা লেখা-পড়া শেষ করে দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারে। আরও কর্মমুখি নতুন নতুন সাবজেক্ট খুব শিগগিরই চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মাে. আনােয়ার হােসেন, কারিকুলাম ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মােহাম্মদ বিন কাশেম, ডক্টর মালেকা কলেজের পরিচালনা পর্যদের সভাপতি ইঞ্জিনিয়ার ড. গােলাম মােস্তফাসহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এলআইএস কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মাে. নাসির উদ্দিন।

এ বছর করােনা মহামারীর মধ্যেও এলআইএস প্রােগ্রামের ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে প্রাথমিক আবেদন জমা পরে ২১৭টি। কর্মমুখি এই প্রােগ্রামটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হয় ২০১৬ সালে। এ পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী এই কোর্স শেষ করে দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। যুগােপযুগী এই কোর্সটির ব্যাপক চাহিদা থাকায় শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এরূপ কর্মমুখি কোর্সের পরিধি ব্যাপৃত করার উপর গুরুত্বারোপ করছে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply