জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ২য় বর্ষের ইংরেজি প্রিপারেশন কিভাবে নিবেন

অনার্স ২য় বর্ষের ইংরেজি প্রিপারেশন কিভাবে নিবেন। এই অল্প সময়ের মধ্যে  তাদের জন্য এই লেখাটি , মনোযোগ দিয়ে আমার এই লেখাটি পড়বেন কাজে দিবে ইনশাআল্লাহ। ইংরেজি :: ইংরেজিতে 1 নাম্বার প্রশ্নে একটি passage থাকবে, প্যাসেজ এর উপর ভিত্তি করে A, B, C, D আকারে প্রশ্ন থাকবে। passage এ মোট ২০ মার্ক বরাদ্দ থাকবে। ,Passage গুলো সাধারনত আসে সাম্প্রতিক ঘটে যাওয়া কোন বিষয়ের ওপর কেন্দ্র করে । Passage হুবুহু কমন পাবেন না আর প্যাসেজ যদি কোন কারণে  কমন ওহ পেয়ে যান প্রশ্নগুলো কখনোই হুবহু কমন পাবেন না ।

 

আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরে আসা প্যাসেজ এবং প্যাসেজের আলোকে আসা প্রশ্নগুলো প্রাকটিস করতে পারেন। ইংরেজিতে 2 নাম্বার প্রশ্নে incorrect বাক্য থাকবে ৭ টা যেকোনো ৫ টি বাক্য correct করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। Incorrect বাক্য হুবহু কমন পাবেন না ,ভাগ্যক্রমে দুই একটা হুবুহু কমন পেলে ওহ পেতে পারেন তবে না পাবার সম্ভাবনা বেশি। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন।

 

ইংরেজতে 3 নাম্বারে poster, advertisement, notice, slogan এই ৪ টার ভিতর যেকোনো ২ টা থাকবে ১ টা লিখতে হবে। এখানে ৪ মার্ক বরাদ্দ থাকবে। বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে দেখা গেছে প্রায় প্রতি  বছরই পোষ্টার এসেছে । সো পোষ্টার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ , যারা ফ্রি-হ্যান্ড রাইটিং লিখতে পারেন তারা অতি সহজেই পোষ্টার লিখতে পারবেন , কিন্তু যারা ফ্রি-হ্যান্ড রাইটিং লিখতে পারেন না তারা অনেকগুলো পোষ্টার একসাথে মুখস্থ করে মনে রাখতে পারবেন না । তারা  গুড সাইড পোষ্টার এবং ব্যাড সাইড পোষ্টার পড়তে পারেন । গুড সাইড পোষ্টার এবং ব্যাড সাইড পোষ্টার পড়ে পরীক্ষার খাতায়  লিখলে কখনোই ফুল মার্ক পাবেন না ,পাশ করার মতো মার্ক পাবেন ইনশাআল্লাহ।

টর্ট আইন

ইংরেজিতে 4 নাম্বার প্রশ্নে থাকবে paragraph। ৩ টা paragraph থাকবে ১ টা লিখতে হবে। paragraph এ ৮ মার্ক বরাদ্দ থাকবে।যারা ফ্রি-হ্যান্ড রাইটিং লিখতে পারেন তারা অতি সহজেই প্যারাগ্ৰাফ লিখতে পারবেন , কিন্তু যারা ফ্রি-হ্যান্ড রাইটিং লিখতে পারেন না তারা অনেকগুলো প্যারাগ্ৰাফ একসাথে মুখস্থ করে মনে রাখতে পারবেন না, তারা  গুড সাইড প্যারাগ্ৰাফ এবং ব্যাড সাইড প্যারাগ্ৰাফ  পড়তে পারেন । গুড সাইড প্যারাগ্ৰাফ এবং ব্যাড সাইড প্যারাগ্ৰাফ পড়ে পরীক্ষার খাতায়  লিখলে কখনোই ফুল মার্ক পাবেন না ,পাশ করার মতো মার্ক পাবেন ইনশাআল্লাহ।

 

ইংরেজিতে 5 নাম্বার প্রশ্নে থাকবে application এবং letter যেকোন ১টির উত্তর দিতে হবে। এখানে ৮ মার্ক বরাদ্দ থাকবে। বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে দেখা গেছে প্রায় বছরই প্রিন্সিপাল বরাবর এপ্লিকেশন এসেছে ।। এটা আমাদের জন্য অতিবো গুরুত্বপূর্ণ। ইংরেজিতে 6 নাম্বার প্রশ্নে থাকবে essay বা composition। ৩ টা essay থাকবে ১ টা লিখতে হবে। এখানে ১৫ মার্ক বরাদ্দ থাকবে। যারা ফ্রি-হ্যান্ড রাইটিং লিখতে পারেন তারা অতি সহজেই রচনা লিখতে পারবেন , কিন্তু যারা ফ্রি-হ্যান্ড রাইটিং লিখতে পারেন না তারা অনেকগুলো রচনা একসাথে মুখস্থ করে মনে রাখতে পারবেন না, তারা  গুড সাইড রচনা এবং ব্যাড সাইড রচনা  পড়তে পারেন ।

 

গুড সাইড রচনা এবং ব্যাড সাইড রচনা পড়ে পরীক্ষার খাতায়  লিখলে কখনোই ফুল মার্ক পাবেন না ,পাশ করার মতো মার্ক পাবেন ইনশাআল্লাহ।‌ 7 নাম্বার প্রশ্নে rearrange থাকবে ৭ টা যেকোনো ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। Rearrange হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন। ইংরেজিতে 8 নাম্বার প্রশ্নে wh-question থাকবে ৭ টা যেকোনো ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। Wh-question হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন ।

 

ইংরেজিতে 9 নাম্বার প্রশ্নে articles থাকবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। Articles হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন। ইংরেজিতে 10 নাম্বার প্রশ্নে right form of verbs থাকবে ৭ টা যেকোনো ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। Right from of verbs হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন । মুখস্থ না বুঝে বুঝে প্রাকটিস করতে হবে , মুখস্থ করলে মনে রাখতে পারবেন না।

 

ইংরেজিতে 11 নাম্বার প্রশ্নে ছোট passage থাকবে এবং passage কে punctuate ও capitalise করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। Punctuate হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন । 12 নাম্বার প্রশ্নে changing parts of speech থাকবে ৭ টা যেকোনো ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। Parts of Speech হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন ।

 

13 নাম্বার প্রশ্নে synonyms ও antonyms থাকবে ৭ টা যেকোনো ৫ টি করতে হবে। এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে দেখা গেছে antonyms প্রায় বছরই আসছে ।। তাই antonyms অতিবো গুরুত্বপূর্ণ। antonyms হুবহু কমন পাবেন না। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন।

 

14 নাম্বার প্রশ্নে translates into English থাকবে যেখানে আপনাকে বাংলা থেকে ইংরেজি করতে হবে এখানে ৫ মার্ক বরাদ্দ থাকবে। হুবহু কমন পাবেন না  ।। আপনি ব্যতিক্রম সাজেশন বা ইংরেজি যেকোন বই থেকে বিগত বছরের প্রশ্ন গুলো প্রাকটিস করতে পারেন ।

 

How to take honors 2nd year English preparation. In this short period of time, this article will be useful for them, inshallah, you will read this article of mine carefully. English: There will be a passage in question number 1 in English, based on the passage there will be questioned in the form of A, B, C, D. There will be a total of 20 marks allotted in the passage. Passages usually focus on something that has happened recently. The passage will not get exactly common and if the passage gets common oh for any reason, the questions will never get exactly common.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *