জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি ১ম মেধা তালিকা 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা আগামী ১১ এপ্রিল ২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে

উক্ত ফলাফল জানতে SMS  করবেনঃ

(nu<space>atmp<space>roll no টাইপ করে  Send করতে হবে 16222 নম্বরে।)

রাত ৯ টা থেকে অনলাইনে যেভাবে ফলাফল চেক করবেনঃ

উক্ত ওয়েবসাইট(http://app5.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Preliminary)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন  ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে ফলাফল প্রদর্শিত হবে।

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি ১ম মেধা তালিকা 2023

প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তির প্রকাশিত ফলাফল যাদের কোনো বিষয়ে চান্স হয়নি তাদের অনলাইন লগইনের পর উক্ত “We are happy to inform you that you are in the list of successful candidates but not in the Merit list.”  লিখাটি শো করবে।

আর যারা,

মেধা তালিকায় স্থান প্রাপ্ত হয়েছেন তাদের বিষয় ও কলেজের নাম দেখাবে।

১ম মেধা তালিকায় যারা স্থান পাননি,তারা ২য় মেধা তালিকার জন্য অপেক্ষা করবেন।

আগামী ২৮ এপ্রিলের পর যেকোনো দিন জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে ২য় মেধা তালিকা প্রকাশ করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ১১/০৪/২০২৩ থেকে ২৭/০৪/২০২৩ তারিখের মধ্যে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্ব স্ব কলেজ নোটিশ দিয়ে জানাবে। কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। The subject-wise 1st merit list of the admission program of the Preliminary to Masters (Regular) programme for the academic year 2020-2021 of the National University will be published on April 11, 2023, at 4 pm.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply