জাতীয়করণকৃত কলেজসমূহের নাম ইংরেজিতে প্রেরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি
জাতীয়করণকৃত কলেজসমূহের নাম ইংরেজিতে প্রেরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়করণকৃত কলেজসমূহের মধ্যে যে সকল কলেজ সরকারি শব্দটি সংযুক্ত করে পত্র প্রেরণ করেছে সে সকল ১৫৯টি কলেজের নামের সাথে ‘সরকারি শব্দ সংযােজান পূর্বক একটি প্রজ্ঞাপন ০৫/০৪/২০২২ তারিখে জারি করা হয়।
অধিকাংশ কলেজের প্রেরিত প্যাডে ইংরেজিতে কলেজের নাম না থাকায় ওয়েবসাইটে নাম সংশােধন করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, ইংরেজিতে কলেজের নামের বানান উল্লেখপূর্বক পুনরায় নিম্নস্বাক্ষরকারীর নিকট প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।
উল্লেখ্য যে, উপরােক্ত সূত্রে ও পরবর্তী সময়ে জাতীয়করণকৃত যে সকল কলেজ এখন পর্যন্ত নাম প্রেরণ করেনি, সে সকল কলেজ সমূহকে ইংরেজিতে কলেজের নাম ওয়েবসাইটে সংশােধনের লক্ষ্যে বাংলা ও ইংরেজিতে কলেজ প্যাডে কলেজের নাম উল্লেখপূর্বক আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য অনুরােধ করা হলোে।

