জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফলের পর করণীয় কি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফলের পর করণীয় কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি রেজাল্ট পরবর্তী অধিক জিঙ্গাসিত প্রশ্নোত্তর:  রেজাল্ট প্রকাশের পর প্রায় সবার মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খায় , তাই বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিয়েই আজকের আয়োজন।

প্রশ্নঃ আমি চান্স পেয়েছি এখন ভর্তি হতে কত টাকা লাগবে?

উত্তরঃ ভর্তি ফি কলেজ ভিন্ন রকম হয়, তবে সরকারি কলেজ হলে ৳৫-৬ হাজারের মধ্যেই হয়ে যাবে আর বেসরকারি কলেজ হলে ৳৬-১৫ হাজার পর্যন্ত লাগতে পারে! তাই ভর্তি ফি কত সেটা আপনি আপনার কলেজ থেকে জেনে নিবেন।

প্রশ্নঃ ভর্তির সময় কি কি জমা দিতে হবে ?

উঃ ssc ও hsc এর মূল মার্কশীট, মূল রেজিঃ কার্ড,মূল প্রশংসা পত্র,২বা ৪ বা৬ কপি পাসর্পোট সাইজের ছবি,আবেদন ফর্ম,ডাউনলোড ফর্ম।এগুলোর আবার প্রত্যেকে ফটো কপি ২ বা ৪টি সেট।

(কলেজ ভেদে)(অনেক সরকারিতে মূল রেজিস্ট্রেশন কার্ড লাগে । উদাহরনঃ রংপুর সঃকলেজ ও কারমাইকেল কলেজ)

প্রশ্নঃ অনলাইনে নাকি ভর্তি ফরম পূরণ করতে হয় , সেটা কিভাবে পূরণ করব?

উঃ জী, অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হয় , আপনাকে ১টি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করত হবে।এই ফর্মটিতে আপনার থানা,বাবার নাম,মায়ের নাম,মোবাইল নাম্বর ইত্যাদি কিছু তথ্য দিতে হবে।।

প্রশ্নঃ ইতোমধ্যে নতুন দুটি বিষয়ে পরিচিত হতে হয়েছে একটি হচ্ছে মাইগ্ৰেশন আরেকটি রিলিজ স্লিপ, এখন এগুলো কি যদি একটু বলতেন।

রেজাল্ট পাওয়ার পর অনেকের সাবজেক্ট পছন্দ না হতে পারে, সে জন্য এডমিশন ফরম প্রিন্ট করার আগে যে তথ্যছক পূরণ করতে হবে সেখানে প্রশ্ন করবে would u like to change ur assigned subject?

সেখানে yes সিলেক্ট করতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফলের পর করণীয় কি?

প্রশ্নঃ যদি মাইগ্রেশন হয় তবে কি করতে হবে ?

উঃ মাইগ্রেশন হলে আপনাকে আবার রোল পিন দিয়ে লগ ইন করে ১টা ফরম ডাউনলোড করতে হবে।এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন ঐ ডিপার্টমেন্টে জমা দিবেন।আর কিছু না এবং টাকাও দেয়া লাগবে না।

প্রশ্নঃ মাইগ্রেশন হওয়ার পর যদি আমি মত পরিবর্তন করি,যে সাবজেক্ট চান্স পেয়েছি ঐটাতে থাকি ।পারবো ?

উঃ না।কোনো ভাবেই না। যদি ফরম পূরণ না করে মাইগ্রেট করে জমা না দেন তবে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি বাতিল হয়ে যাবে।কোনো ভাবেই আপনি নিজের ইচ্ছাতে বা কলেজের ইচ্ছাতে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না।

প্রশ্নঃ মাইগ্রেশন করা কি বাধ্যতা মূলক ?

উঃ না। এটা আপনার ইচ্ছা।যদি সাবজেক্ট পছন্দ না হয় তবে মাইগ্রেশন করে।যদি আপনি মাইগ্রেশন করতে ইচ্ছুক না থাকেন তবে অব্যশই ফরম ডাউনলোডের সময় দোকানদারকে মাইগ্রেশন অপশন অফ করতে বলবেন।কারন ১বার সাবমিট হলে আর ঠিক করার চান্স নেই।

প্রশ্ন: আমি চান্স পেয়েছি এখন ভর্তি হতে চাচ্ছি না কি করব?

উঃ এখন ভর্তি হতে না চাইলে পরবর্তীতে রিলিজ স্লিপে আবারো ৫টি কলেজে আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ আমি চান্স পাইনি এখন উপায়? 

উঃ যারা প্রথম মেধাতালিকায় চান্স পায়নি তারা দ্বিতীয় মেধাতালিকার জন্য অপেক্ষা করুন। দ্বিতীয় মেধাতালিকায় ও যদি সুযোগ না পান তাহলে রিলিজ স্লিপে ৫ টি কলেজে আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ দ্বিতীয় মেধাতালিকা কবে দিবে?

উঃ প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার ৬-৭ দিনের মধ্যেই।

প্রশ্নঃ রিলিজ স্লিপ কবে দিবে? 

উঃ প্রথম, দ্বিতীয়, কোটা মেধাতালিকার ভর্তি শেষ হলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ ১ম মেরিটে চান্স পেয়েছি বাট ঐ সাবজেক্ট পছন্দ না । এখন কি হবে ?

উঃ১ম মেরিটে সুযোগ পেয়ে আপনি যদি ভর্তি না হন তবে আর আপনার রেজাল্ট ২য় মেরিটে দিবে না।

আপনাকে রিলিজে আবেদন করা লাগবে।

প্রশ্নঃ আর যদি ২য় মেরিটেও সুযোগ পেয়ে ভর্তি না হই তবে কি আমার সিটটা থাকবে?

উঃতখন আপনাকে রিলিজ স্লিপ তুলতে হবে।আর আপনার সিট থাকবে না।

প্রশ্নঃসুযোগ পাওয়ার পর কি করবো?

উঃ সুযোগ পাওয়ার পর আপনাকে ১টি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করত হবে।এই ফর্মটিতে আপনার থানা,বাবারনাম,মায়ের নাম,মোবাইল নাম্বর ইত্যাদি কিছু তথ্য দিতে হবে। এবং এটির ৩টি কপি নামাতে হবে।১টি বা দুটি হবে কলেজ কপি এবং আর ১টি হবে স্টুডেন্ট কপি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply