জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রী রেজাল্ট প্রকাশের পর যা করনীয় দেখে নিন।

ডিগ্রী রেজাল্ট প্রকাশের পর যা করনীয় দেখে নিন। ডিগ্রি ২য় বর্ষ(২০১৮-১৯)যাদের ফলাফল “Promoted” আসছে,আপনি ৩য় বর্ষে উত্তীর্ণ হয়েছেন! কিছুদিনের মধ্যে স্ব স্ব কলেজসমূহ নোটিশ দিয়ে ৩য় বর্ষের সেশন ফি আদায় করবে।

“Promoted” কিন্তু এক বা একাধিক বিষয়ে F আসছে। সেক্ষেত্রে, পরের সেশন(২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) এর সাথে পরীক্ষার ফরম পূরণ করে করে পরীক্ষা দিতে পারবেন।

“Not Promoted” যাদের আসছে, পরবর্তী করণীয়: ২য় বর্ষের পুনঃভর্তির ফি দিয়ে পরের সেশনের সাথে শুধু F বিষয়ের জন্য ফরম পূরণ করে পরীক্ষা দিবেন। চাইলে মান উন্নয়নের জন্য C,D প্রাপ্ত  যেকোনো ২টি বিষয় এর সাথে দিতে পারেন।

Absent: পরীক্ষায় অংশগ্রহণ করেও যদি AB/ “Absent” আসে তবে, কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন!  কলেজের পরামর্শ নিয়ে, পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং যেই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, সে কেন্দ্রের উপস্থিতিপত্র সংগ্রহ করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

Marks Withheld/Withheld For Incourse আসলে অবশ্যই কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন।  সাধারণত ইনকোর্স পরীক্ষার নম্বর পাঠানো নাহ হলে Withheld For Incourse আসে। ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরও এই লিখা আসলে  কলেজে যোগাযোগ করে আবেদনে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

“Conditional Promoted” আপনি এক বিষয় অনুপস্থিত + বাকি সব বিষয়ে পাস করায় আপনাকে শর্তসাপেক্ষে ২য় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে। আপনাকে অবশ্যই পরবর্তী সেশনের সাথে অনুপস্থিত বিষয়ের জন্য ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে। এবং ইহা বাধ্যমূলক।

শুধুৃমাত্র C,D প্রাপ্ত  যেকোনো ২টি বিষয়ে মান উন্নয়ন পরীক্ষা(Improvement) দিতে পারবেন। ইহা বাধ্যমূলক নয়! মান উন্নয়ন পরিক্ষা দিয়ে ফেল করলেও আগের গ্রেড থাকবে।যদি বেশি পান তাহলে সেটা দিবে।

F প্রাপ্ত বিষয়ে রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ ৬ বছর।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply