জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স (নিয়মিত) ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী করণীয় কি?

মাস্টার্স (নিয়মিত) ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী করণীয় কি?
উক্ত(http://app8.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin) ওয়েবসাইটে লগইন করে Admission form পূরণ করবেন। এরপর এডমিশন ফর্মের প্রিন্ট কপিসহ,প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি কলেজ নোটিশ অনুসরণ করে ১১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
NU Masters Admission Form পূরণে যা লাগবেঃ(অবশ্যই ইংরেজিতে পূরণ করবেন)
নিজের মোবাইল নং,অভিভাবকের নাম,অভিভাবকের মোবাইল নং,অভিভাবকের বাৎসরিক আয়, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা।

এগুলো তথ্য ঠিকঠাক ভাবে অনলাইনে পূরন করে সাবমিট করে ভর্তি ফরম A-4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে। উক্ত প্রিন্টে ২টা কপি থাকবে। ১। স্টুডেন্ট কপি। ২। কলেজ কপি।

কলেজে ভর্তি হতে যা যা লাগবেঃ
১/ এডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম।(এডমিশন ওয়েবসাইটে লগইন করে নিতে হবে)
২/ কলেজের ভর্তির ফর্ম। (কলেজ নোটিশে পাবেন)
৩/ এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ০২ সেট।
৪/ এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের মূল মার্কসিট/সনদের সত্যায়িত ফটোকপি ০২ সেট।
৫/ ০৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৬/ ভর্তির ফি। (সরকারি কলেজে ৫০০০/- এর মধ্যে)
৭/ প্রাথমিক আবেদন ফর্ম।(যেসব কলেজে প্রাথমিক আবেদন ফর্ম জমা নেয়নি তাদের জন্য প্রযোজ্য)

মাস্টার্স (নিয়মিত) ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী করণীয় কি?
মেধা তালিকায় যারা স্থান পাননি,তারা রিলিজ স্লিপে নতুন করে ৩টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন। অক্টোবরের শেষ দিকে রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন! যদি রিলিজ স্লিপেও চান্স নাহ হয়, সেক্ষেত্রে মাস্টার্স(প্রাইভেট) কোর্সে এডমিশন নিবেন! নভেম্বরে সার্কুলার আসতে পারে।
ভর্তির জন্য অবশ্যই কলেজ নোটিশ অনুসরণ করবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply