জাতীয় বিশ্ববিদ্যালয়

‘শুধুমাত্র চাকরি দেয়ার জন্য উচ্চশিক্ষা, এটি ভুল ধারণা’ – উপাচার্য

শুধুমাত্র চাকরি দেয়ার জন্য উচ্চশিক্ষা, এটি ভুল ধারণা। উচ্চশিক্ষা শুধু চাকরি নয়, সমাজের দর্শন তৈরি করে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান।

তিনি বলেন, ‘পরীক্ষা ব্যবস্থাপনা আমাদের শুদ্ধতা শেখাবে। সমাজের মধ্যে উন্নত মানস গঠনে ভূমিকা রাখবে। উচ্চশিক্ষা আলাে ছড়াবে। শুধুমাত্র চাকরি দেয়ার জন্য উচ্চশিক্ষা, এটি ভুল ধারণা। উচ্চশিক্ষা সমাজের দর্শন তৈরি করে। আজ বুধবার (৯ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অডিটোরিয়ামে ‘মডেল কলেজ প্রকল্প ও পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।।

দেশের উচ্চশিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বিশিষ্ট এই সমাজবিজ্ঞানী বলেন, “খুব শিগগিরই আমরা আইসিটি, সফুটস্কিল, ল্যাংগুয়েজসহ বিভিন্ন কর্মুখী এমবেডেড কোর্স চালু করতে যাচ্ছি। যেখানে ডিগ্রি, অনার্স, মাস্টার্স পর্যায়ের সকল শিক্ষার্থী এসব কোর্স করতে পারবে। কিন্তু এই সব পরিকল্পনা বাস্তবায়নে মানসম্পন্ন শিক্ষায় রূপান্তর করতে হলে এর প্রধান কারিগর শিক্ষক। কিন্তু সেই মাত্রার শিক্ষক যদি তৈরি না হয়, তাহলে এসব বাস্তবায়ন কঠিন। যদিও একদিনে শিক্ষক তৈরি হবে না।

এটি প্রক্রিয়ার বিষয়। আমাদের প্রশাসনিক কাঠামােতেও শিক্ষকদের না পাওয়ার বিষয় আছে। প্রশাসনিক বিভিন্ন ক্যাডার সার্ভিসে চাকরির শুরুতেই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কিন্ত শিক্ষকতায় নেই। তারপরেও পরিবর্তনের দায়-দায়িত্ব এবং নেতৃত্ব শিক্ষকদের নিতে হবে।

উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, শিক্ষকদের হাত ধরেই শিক্ষার্থীরা নেতৃত্বে আসবে। তাদের হাতে নোট-গাইডের বিকল্প দিতে হবে। বিজ্ঞানমুখী, সৃজনশীল, প্রযুক্তিমুখী বিষয়ে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। এটি যে খুব কঠিন তা নয়, শুধু প্রয়ােজন সমন্বিতভাবে কাজ করা। প্রশিক্ষণ, গবেষণা, পরীক্ষা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি। আমাদের যেসকল তরুণ শিক্ষক উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় তার পাশে দাঁড়াবে। গবেষণায় যতো টাকা লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই টাকা দেবে।

কিন্তু আমি চাই মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা। যতাে ভালো পাবলিকেশন্স লাগবে সেটিও আমরা ব্যবহৃত করবাে। শিক্ষকদের ভালাে বই না থাকলেও আমরা বিদেশ থেকে সেটি এনে দেবাে। বই লেখায় যদি বাজেট বৃদ্ধি করা লাগে সেটি আমরা করবাে। পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন, গবেষণা, শিকষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের হাতে ভালাে বই তুলে দেয়া- এসব বিষয় আমাদের সর্বোচ্চ আগ্রাধিকার থাকবে।

কারণ এগুলোই উচ্চশিক্ষার প্রাণশক্তি তরুণ প্রজন্মুকে মানবিক ও আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে তৈরির আহ্বান জানিয়ে এই সমাজচিন্তবকে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায়
শিক্ষার্থীদের মানস পরিবরর্তন করে তরুণ প্রজন্মুকে সাজিয়ে তােলতে হবে। তাদের মনস গঠনে অনেক কিছু প্রয়ােজন আছে তা নয়, শুধু আমাদের নিবেদিত সদিচ্ছুাই তাদের সুনাগরিক হিসেবে তৈরির জন্য যথেষ্ট। তাদের মধ্যে কোথাও হাতাশাচ্ছন্ন মানসিকতা থাকলে সেটিকে দূর করে আত্মমর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তােলা আবশ্যক। কারণ যে দেশে আমরা জন্মগ্রহণ।করেছি, সে দেশ বীরের, মুক্তিযােদ্ধাদের, আধুনিকতার, অগ্রসরতার।

আমাদের শিক্ষার্থীরা যেন অন্য ধর্মের প্রতি বিরূপ না হয়,সে যেন অন্য ধর্মকে সম্মান করতে শেখে, সে যেন বর্ণ দিয়ে বিবেচনা না করে। মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করার যে সুশিক্ষা সেটি যেন শিক্ষার্থীরা অর্জন করতে পারে। আমরা শুধু এই উপমহাদেশে নেতৃত্ব দেবাে সেটি নয়, মানবিক  অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বিশ্বে মডেল হবে এবং বিশ্বে নেতৃত্ব দেবাে।

কর্মশালায় কুষ্টিয়া অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চারটি কলেজের ১০০ জন শিক্ষক  অংশগ্রহণ করেন। তারা পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় আলােচনা করেন। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নসহ উচ্চশিক্ষার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাে. ছাদিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্লাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মা. নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, আইসিটি দপ্তরের পরিচালেক মাে. মুমিনুল
ইসলাম, কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক রফিকুল আকবর, ভাইস-চ্যান্লর দপ্তরের উপ- রেজিস্ট্রার মাে. মােস্তাফিজুর রহমান, খলিসাকুন্ডী কলেজের অধ্যক্ষ মাে. নাজমুল হক, ড. মাে. ফজলুল হক গা্লস কলেজের অধ্যক্ষ নাসরিন আফরােজ, পিপলস কলেজের উপাধ্যক্ষ আবু সাঈদ মাে. আজমল হােসেন বক্তব্য রাখেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply