জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপিছু বছরে ব্যয় ৭০২ টাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপিছু ব্যয় ৪ লাখ ৬৬ হাজার টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপিছু ২০২২ সালে ব্যয় হয়েছে ৭০২ টাকা। অপর দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই বছর শিক্ষার্থীপিছু ব্যয় হয়েছে ৪ লাখ ৬৬ হাজার টাকা-যা সর্বোচ্চ ব্যয় করছে। শিক্ষার্থীপিছু ব্যয়ের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপিছু ২০২২ সালে ব্যয় ৫ লাখ ৯৩ হাজার টাকা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীপিছু ব্যয় যেখানে ১ লাখ ৮৫ হাজার টাকার বেশি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২ সালে গড়ে একজন শিক্ষার্থীর জন্য ব্যয় করেছে ২ লাখ ১৮ হাজার ৫৫৭ টাকা। যা ২০২১ সালে ছিল ১ লাখ ৮৫ হাজার ১২৪ টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয় করা হয় ২ লাখ ১ হাজার ৭৭৮ টাকা। যা আগের বছর ছিল দেড় লাখ টাকা। বুয়েটে শিক্ষার্থীপিছু ব্যয় করা হয় ৩ লাখ ১৪ হাজার ৪৭৭ টাকা। যা এক বছর আগে ছিল ২ লাখ ৯৮ হাজার টাকার বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীপিছু ব্যয় করে ১ লাখ ৪৪ হাজার ৬৭০ টাকা, যা আগের বছর ছিল ১ লাখ ১৯ হাজার ৯২৪ টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি মাথাপিছু ব্যয় করে ১ লাখ ৮৬ হাজার টাকা। যা এক বছর আগে ছিল ১ লাখ ৬২ হাজার টাকা।

মাস্টার্স (নিয়মিত) ভর্তির মেধা তালিকায় যাদের চান্স হয়নি তাদের করণীয় কি?

উপাচার্য অধ্যাপক মশিউর রহমান এ বিষয়ে বলেন, এখানে কলেজগুলোর শিক্ষকদের বেতনের তথ্য কি ধরা হয়েছে? কলেজে প্রতিবছর সরকার যে বরাদ্দ দেয়, তা কি ধরা হয়েছে? কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের অধীন বিদেশে শিক্ষক পাঠানো হচ্ছে; সেগুলো এই তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাঁর কাছে মনে হয়, সমগ্র বিষয়টি এখানে আসেনি। তবে এটি ঠিক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাজেট কম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য করে খরচ করলে নিঃসন্দেহে শিক্ষার মানও বাড়বে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply