জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএড পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের বি.এড ২য় সেমস্টিার পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২১ সালের বি.এড ২য় সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ Examination Management System (EMS ) এ 19/01/2023 তারিখ দুপুর ১২:০০ টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

যদি কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না যায় বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল দৃষ্টিগোচর হয় তাহলে ২৩/০১/২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। প্রবেশপত্রে কোন প্রকার সংশোধন কলেজ বা কেন্দ্র কর্তৃক করা যাবে না। উল্লেখিত তারিখের পর কোনক্রমেই অভিযোগগ্র হণ করা হবে না।

বি. দ্র. : রোল বিবরণী ও হাজিরা সীট Examination Management System (EMS) এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে সরবরাহ করতে হবে।

২০২১ সালের বি.এড ২য় সেমস্টিার পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্টের নিয়মাবলিঃ

• যে কোন ব্রাউজারের এড্রেসবারে http://ems.nu.ac.bd/ or URL: http://103.113.200.43:8007/ টাইপ করে এন্টার বাটন প্রেস করে লিংকে প্রবেশ করতে হবে।

• উল্লেখিত লিংকে ক্লিক প্রবেশ করলে NU Examination System এর পোম পেজ পাওয়া যাবে 3. হোম পেইজে “College login (Admin)” ম্যানুতে ক্লিক করে কলেজ কোড (XXXX) ও পাসওয়ার্ড (XXXXXX) দিয়ে কলেজ প্যানেলে প্রবেশ করতে হবে। 4. কলেজ প্যানেলে প্রবেশ করার পর বাম পাশের ম্যানু থেকে “Admit Card” ম্যানুতে ক্লিক করতে হবে।

• “Admit Card” ম্যানুতে ক্লিক করার পর Select Exam” এ ক্লিক করে এক্সাম কোড 8112 B.Ed. 2nd Semesterসিলেক্ট করে Search” বাটনে ক্লিক করতে হবে। 6. “Search” বাটনে ক্লিক করার পর “Admit Card By Subject” টেবিলে প্রবেশপত্র, রোল বিবরণী ও হাজিরা সীট ডাউনলোড করার বাটন দেখা যাবে বাটনে ক্লিক করে প্রবেশপত্র, রোল বিবরণী ও হাজিরা সীট ডাউনলোড করা যাবে।

• প্রয়োজনেঃ 01703725818, 01889967514, 01676227019, 01710652068

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply