জাতীয় বিশ্ববিদ্যালয়

কেন ফলাফল Withheld/ স্থগিত আসে? আপনার করনীয় কি

রেজাল্ট Withheld মানে স্থগিত।

কেন ফলাফল স্থগিত আসে? Withheld একটি বহুরূপী সমস্যা। বিভিন্ন কারনে স্থগিত আসে, যেমন টার্ম পেপার জমা না দিলে, ইনকোর্স /ভাইভা পরিক্ষা না দিলে, প্রমোশনের শর্তবলী পূর্ণ না হলে, পরিক্ষার খাতায় পরিক্ষার্থীর রোল/রেজেষ্ট্রিশন, বিষয় কোড বা যে কোনে তথ্য ভুল দিলে এবং হাজিরা খাতায়/ এটেন্ডেন্স শীটে সাক্ষর না করলে অর্থাৎ এসভ যে কোন একটি কারনে রেজাল্ট Withheld/ স্থগিত আসতে পারে।

আপনার করনীয়ঃ
* আপনার কলেজকে কে জানান।
* কলেজের পরামর্শ দিবে,
* আবেদন করতে হবে,
* পরিক্ষার উপস্থিতি, টপশীট, রেজিষ্ট্রিশন কার্ডের প্রবেশপত্র, এ সব ডুকোমেন্টসের পটোকপি এনইউ( গাজীপুরে) পাঠাতে হবে।
* এর জন্য আপনি অথবা আপনার পক্ষ হয়ে কলেজ কর্মকর্তাকে পাঠাতে হবে।
* এবার যেহেতু অনেকের এমন সমস্যা আসছে, তাই আপনার মত আরো কয়েক জনের সমস্যা নিয়ে কলেজের কোন কর্মকর্তা এনইউতে যাবে।

জাতী বিশ্ববিদ্যালয় এর নতুন সিলেবাসের নতুন নিয়মে তারা যদি প্রমোশনের শর্তাবলী পূর্ন করতে না পারে, সেক্ষেত্রে ও Withheld আসে। অনেক সময় সার্ভার সমস্যার কাররনেও Withheld আসে। সার্ভার সমস্যার কারনে হলে, পরে তা এমনিতেই ঠিক করে দেয়।সুতরাং,এমন সমস্যা হলে তা অবশ্যই কলেজকে জানাবেন।

আপনার কলেজ থেকে প্রতায়ন পত্র দাখিল করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে(গাজীপুর) পাঠাতে হবে,যে কলেজের পরীক্ষা দিয়ে ছিলেন সেখানে থেকে হাজিরা সিট নিতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ড ফটো কপি দিতে হবে।

কেন ফলাফল Withheld/ স্থগিত আসে? আপনার করনীয় কি

Marks Withheld/Withheld For Incourse আসলে অবশ্যই কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন। সাধারণত ইনকোর্স বা ভাইভা পরীক্ষার নম্বর পাঠানো না হলে Withheld For Incourse আসে। ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরও এই লিখা আসলে কলেজে যোগাযোগ করে আবেদনে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণ করেও যদি “Absent” আসে তবে, কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন! কলেজের পরামর্শ নিয়ে, পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং যেই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন, সে কেন্দ্রের উপস্থিতিপত্র সংগ্রহ করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিসে জমা দিতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply