জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্সের মাঠকর্ম প্রতিবেদন লেখার নিয়ম ২০২৪

অনার্সের মাঠকর্ম প্রতিবেদন লেখার নিয়ম ২০২৪ প্রথম বর্ষের অনেকেই মাঠকর্মের রিপোর্ট তৈরি নিয়ে দ্বিধা দ্বন্দে আছো। এই পোস্ট পড়লে তোমাদের মাঠকর্ম সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে আশাকরি।

ভৌগোলিক রিপোর্ট বা মাঠকর্ম তৈরি করার নিয়ম

রিপোর্ট তৈরী করতে হয় A4 সাইজ পেপারে, পেপারের এক পাশে লিখতে হবে ( উভয় সাইডে লেখা যাবে না)
A4 সাইজের পেপারে বাইন্ডিং এর অংশে অর্থাৎ পেজের বাম পাশে তুলনামূলক বেশি জায়গা রেখে বাকি তিন দিকে মোটামুটি সমান ভাবে মারজিন করতে হবে।
আবশ্যই কালো রংয়ের কলম দিয়ে লেখতে হবে, মারজিন করতে হবে। ( কোন ধরনের ওভার রাইটিং কাটাকাটির ব্যাপারে সতর্ক থাকতে হবে)

প্রথমেই উপস্থাপন পযার্য়েক্রমে
মুখবন্ধ
কৃতজ্ঞতা স্বীকার
সূচিপএ ( অধ্যায় ভিত্তিক) (ছবি গুলো দেখলে বুঝতে পারবা)
ক্রমিক নং, বিষয় বস্তু, পৃষ্ঠা নং
অধ্যায় টপিক ভিত্তিক লেখতে হবে
প্রথম অধ্যায় এর টপিক ( চাইলে এই ভাবে দিতে পারেন)

১, ভূমিকা
২, মাঠকর্মের লক্ষ্য
৩, মাঠকর্মের উদ্দেশ্য
৪, পূর্ব প্রস্তুতি
৫, পূর্বে স্থীরকৃত সিদ্ধান্ত
৬, মাঠকর্মের যৌক্তিকতা
৭, স্থান ও সময় নিবার্চন
৮, যাত্রা পথের বর্ণনা

শেষের অধ্যায়ে এই টপিক গুলো দিতে পারেন
১, সমস্যা
২, সম্ভাবনা
৩, সুপরিকল্পনা
৪, সারসংক্ষেপ
৫, উপসংহার

অনার্সের মাঠকর্ম প্রতিবেদন লেখার নিয়ম ২০২৩

মাঠকর্মের স্থান আনুযায়ী অধ্যায় এবং টপিক লিখতে হবে।
বিভিন্ন টপিকে টপিকের সাথে সম্পর্কিত ট্যুরের ফটো গুলোর ল্যাব প্রিন্ট সংযুক্ত করতে হবে । ( অবশ্যই ছবি গাম দিয়ে পেপারে সংযুক্ত করতে হবে)
প্রতিটি চিত্রের নিচে চিত্রের নাম দিতেই হবে।
মাঠকর্মের পৃষ্ঠা নিধারিত না। ৩০-৬০ এর কম বা বেশি না হওয়ায় ভালো।
রিপোর্টে শেষ পৃষ্ঠায় আপনি লেখা গুলোর সংগ্রহের সোর্স দিতে পারেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply