জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চার বছরই থাকছে: উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চার বছরই থাকছে। – উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন,আমাদের অনার্স কোর্সের মেয়াদ কমছে না। এই ধরণের কোন নির্দেশনা আমরা মন্ত্রণালয় থেকেও পাই নাই এবং আমাদেরও এমন কোন সিদ্ধান্ত নেই। মিডিয়াতে আমিনুল স্যারকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স চার বছরই থাকছে।
কিছু টেকনিক্যাল কোর্স নিয়ে সিলেবাস সংস্কার করে আমরা একটা ব্লেন্ডেড সিলেবাসের দিকে যাচ্ছি যাতে দেশেবিদেশে আমাদের ছেলেমেয়েরা চাকুরী পায়। অনার্সের মূল ক্রেডিট পয়েন্টে হাত না দিয়ে এইসব টেকনিক্যাল কোর্স কীভাবে স্নাতক পাস এবং সম্মানে যোগ করা যায় এ নিয়ে এই মুহুর্তে দেশী বিদেশী বিশেষজ্ঞ দল কাজ করছে আমাদের সাথে।
কোর্স এবং রিসোর্স চিহ্নিত করার কাজ চলছে। সবকিছু ফাইনাল হলে আমরা বসবো সবার সাথে। আমরা মনে করি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে পারলে এই দেশের ৫০% শিক্ষার সংস্কার হবে। সবার সহযোগিতা চাই