জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

বিএড-বিপিএড ভর্তির আবেদন ২০২২

বিএড-বিপিএড ভর্তির আবেদন ২০২২ NU BPEd MPEd Admission. বিএড, বিপিএড, এমএডসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন মাস্টার্স কোর্সে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ আগামী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছুরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এসব কোর্সের ক্লাস শুরু হবে।

এ কোর্সগুলোসহ ২০২২ শিক্ষাবর্ষে বিএমএড, বিএসএড, এমএসএড, এমপিএড ও এলএলবি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিএড-বিপিএড ভর্তির আবেদন ২০২২

জানা গেছে,  ২০২২ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ও এলএলবি শেষ পর্বে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ আগামী ২০ জানুয়ারি বিকেল ৪টায় nu.ac.bd/admissions অনলাইনে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদনের প্রিন্ট কপি নিয়ে ৩০০ টাকা ফিসহ ৯ ফেব্রুয়ারির মধ্যে কলেজে জমা দিতে হবে ভর্তিচ্ছুদের। স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজ আলাদা আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করবে। আর আগামী ১ মার্চ থেকে অনলাইনে এসব কোর্সের ক্লাস শুরু হবে। এছাড়া ভর্তির আবেদনের বিস্তারিত প্রক্রিয়া ভর্তি বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

ঢাকা বিভাগের বেসরকারি বিএড কলেজের তালিকা/বি এড কলেজের তালিকা

NU B.Ed.-B.P.Ed Admission Application 2022. Online applications for admission to various master’s courses affiliated to national universities including B.Ed. B.Ed. B.P.Ed. M.Ed. begin on Thursday (January 20). Admissions will be able to apply for admission to these courses till February 8. Classes for these courses will start online from March 1.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply