শিক্ষা খবরশিক্ষা নিউজ

নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আমি সন্দিহান: সচিব

নভেম্বরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন এই অবস্থায় আগামী নভেম্বরেও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সম্ভাবনা নিয়ে আমি সন্দিহান। গতকাল সোমবার (১২ অক্টোবর রাতে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আরো পড়ুন- ১৭ অক্টোবরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। করোনার বিদ্যমান পরিস্থিতি এবং নভেম্বরে এর সম্ভাব্য দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে সুরক্ষা দেয়ার কাজে সরকার বেশি তৎপর।

তিনি বলেন, এই পরিস্থিতি চলমান থাকলে আগামী নভেম্বরেও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে আমি সন্দিহান। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি তাহলে ইতোমধ্যে প্রণীত পাঠ-পরিকল্পনা অনুযায়ী লেখাপড়া ও বার্ষিক পরীক্ষা নেয়া হবে। আর যদি খুলে দেয়া সম্ভব না হয় সে ক্ষেত্রে শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কেননা, মূল্যায়নের নামে আমরা শিশুদের ঝুঁকিতে ফেলতে পারি না।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই ছুটি আরও বাড়বে বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্টরা।

চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না !

এদিকে করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পিএসসি-ইইসি, জেএসসি-জেডিসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল মূল্যায়ন করা হবে বলে জানা গেছে। আর স্কুলের মূল্যায়নের ভিত্তিতে এবার পঞ্চম থেকে ষষ্ঠ ও অষ্টম থেকে নবম শ্রেনিতে উত্তীর্ন হবে শিক্ষার্থীরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply