শিক্ষা খবরশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ । রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ৭ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অবস্থানের ফলে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা তাদের চারটি দাবি তুলে ধরে।

দবিগুলো হলো-
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।

২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়।

৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

শিক্ষার্থীরা বলছে, ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার হোক।

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

এসময় আইসিটি পরীক্ষা না নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

Read old News: প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাল্টে যাচ্ছে শিক্ষাক্রম। বিষয় ও পরীক্ষা কমিয়ে বইয়ে আনা হচ্ছে পরিবর্তন। প্রাক-প্রাথমিক শিক্ষা এক বছরের পরিবর্তে দুই বছর হবে। দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না। একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসায় শিক্ষায় পড়বে, সেটি ঠিক হবে উচ্চমাধ্যমিকে গিয়ে, যা এখন নবম শ্রেণিতে হয়।

এভাবে দেশের প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্রমে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিদ্যমান শিক্ষাক্রম পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষামন্ত্রী দীপু মনি গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন, নতুন শিক্ষাক্রম ২০২২ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

বর্তমানে এসএসসি ও এইচএসসি ছাড়াও পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হয়। নতুন শিক্ষাক্রমে এসব পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়নি। এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, তাঁরা দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষা না নেওয়ার কথা বলেছেন। আগের শিক্ষাক্রমেও এমনটি ছিল। কিন্তু সরকার নির্বাহী আদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসি-জেডিসি পরীক্ষা নিচ্ছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষানীতি, টেকসই উন্নয়ন অভীষ্টসহ (এসডিজি) বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নতুন শিক্ষাক্রম করা হচ্ছে। আগামী জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এক বছর পেছানো হয়েছে।

সূত্রঃ প্রথম আলো

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply