শিক্ষা খবরশিক্ষা নিউজ

মাধ্যমিকেও একই রোল নিয়ে পরের শ্রেণিতে উঠবে শিক্ষার্থীরা

করোনার কারণে এ বছর মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থী ওপরের শ্রেণিতে উঠবে। এই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছে। নতুন তথ্য হলো, ওপরের শ্রেণিতে ওঠার পর শিক্ষার্থীদের রোল নম্বর আগের শ্রেণির রোল নম্বরই থাকছে। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও অনুরূপ সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

আরো পড়ুন- ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পাসের সনদ দেবে শিক্ষাবোর্ড

আজ বুধবার বিদ্যালয়ে ভর্তি পদ্ধতির তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের আগের ক্লাসে যে রোল নম্বর, সেই রোল নম্বর থাকবে। সমস্যা কি?

গত ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এ বছর মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থী ওপরের ক্লাসে উঠবে। তবে এখন ৩০ কর্মদিবসের ওপর সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে ‘অ্যাসাইনমেন্টের’ মাধ্যমে শিক্ষার্থীদের ঘাটতি মূল্যায়ন করা হচ্ছে। তবে এই মূল্যায়ন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য কোনো প্রভাব ফেলবে না।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে
করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বর্তমানে সারা দেশে মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী এক কোটির কিছু বেশি। করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বরর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। অবশ্য আজ শিক্ষামন্ত্রী বলেছেন, স্কুলে ক্লাস কবে শুরু হবে তা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যখন খোলার মতো অবস্থা হবে তখন খোলা হবে।

আরো পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আসতে হবে না

কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। করোনার কারণে পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা না নিয়ে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। অন্যদিকে অষ্টমের সমাপনী এবং এসএসসি-সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ডিসেম্বরে এ ফল ঘোষণার কথা রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply