ক্যাম্পাসশিক্ষা খবরশিক্ষা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজের হোস্টেল খুলে পরীক্ষার নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর হোস্টেল খোলা রেখে পরীক্ষা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ২২ ফেব্রুয়ারি মেডিক্যাল কলেজগুলোর প্রথম পেশাগত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাবির মেডিক্যাল কলেজগুলোর অধ্যক্ষ বরাবর লিখিত চিঠিতে বলা হয়, আপনার প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের হোস্টেলে রেখে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয় জানিয়ে চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন সকল মেডিক্যাল কলেজে প্রথম পেশাগত পরীক্ষা ২২ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রথম পেশাগত পরীক্ষা ২৪ মার্চ সম্ভাব্য তারিখে অনুষ্ঠিত হতে পারে। সকল মেডিক্যাল কলেজকে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হইল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত মেডিক্যাল কলেজ রয়েছে ৫৬টি। অন্য দিকে নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ রয়েছে ৪৯টি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply