শিক্ষা খবরশিক্ষা নিউজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ১০ টি ব্যবহার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ১০ টি ব্যবহার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং কার্যকর করে তোলে। এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করা হলো:

ব্যবসা-বাণিজ্যে ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবসায়িক যোগাযোগ, লেনদেন, বিপণন, সরবরাহ চেইন পরিচালনা এবং গ্রাহক সেবা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার হয়।

শিক্ষাক্ষেত্রে ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে ব্যাপক ব্যবহার হচ্ছে। এটি শিক্ষার্থীদের পাঠ্যবই এবং অন্যান্য শিক্ষাসামগ্রী অ্যাক্সেস করতে, অনুসন্ধান করতে, এবং সহযোগিতা করতে সহায়তা করে।

চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রোগ নির্ণয়, চিকিৎসা, পরীক্ষামূলক পর্যবেক্ষণ, এবং রোগীর সেবা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার হয়।

গবেষণা ক্ষেত্রে ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে ব্যবহার হয়, যা নতুন আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য সম্ভাবনা তৈরি করে।

অর্থনীতিতে ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থনীতিক নির্ণয় এবং পরিকল্পনা করার জন্য ব্যবহার হয়।

কৃষি ক্ষেত্রে ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কৃষি ক্ষেত্রে ব্যবহার হয়, যা ফসল উৎপাদন এবং পরিচালনায় সাহায্য করে।

দেশ পরিচালনায় ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেশ পরিচালনায় ব্যবহার হয়, যা সরকারি সেবা প্রদান এবং নাগরিক সেবা প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করে।

দৈনন্দিন জীবনে ব্যবহার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, যা আমাদের জীবনযাপন সহজ এবং কার্যকর করে তোলে।

পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সকল পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য ব্যবহার হয়।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাহায্য করে।

টর্ট আইন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির লটারি ফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনার কারণে স্কুলগুলোতে লটারির মধ্যমে ১ম শ্রেণিতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হল।

আরো পড়ুন- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির রেজাল্ট দেখবেন যেভাবে

লটারির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ভার্চুয়াল লটারির মাধ্যমে ভর্তিতে নানা ধরণের মেধার শিক্ষার্থীরা সব স্কুলে ভর্তির সুযোগ পাবে। এতে শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হবে। সোমবার (১১ জানুয়ারি) বিকালে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির লটারি ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লটারি মাধ্যমে ভর্তিতে নানা ধরণের মেধার শিক্ষার্থীরা সব স্কুলে ভর্তির সুযোগ পাবে। যা শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হবে। এর মধ্যে দিয়ে স্কুলগুলোর মানোন্নয়ন হবে। এসময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তিতে অনিয়মেরে কোন সুযোগ নেই। নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

স্কুলগুলোতে ১ম শ্রেণিতে ৯ম শ্রেণি পর্যন্ত লটারির মধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হল। আর আবেদন জমা পড়ে। ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply