শিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণের কিছু অর্থ ফেরত পাবেনঃ শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের জন্য যে অর্থ দিয়েছিলেন, পরীক্ষা না হওয়ায় এর কিছু অংশ ফেরত পাবেন। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আজ শনিবার (৩০ জানুয়ারি) পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‍

এসময় চলতি বছর সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যেহেতু এবার সবাই পাস করেছেন, সেহেতু সকলের হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্ভব হবে না। আমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাও তো নয়। আমাদের আরও নানা রকম শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কারিগরি শিক্ষার অনেক জায়গা আছে। সেখানে জায়গা খালি থাকে, কিন্তু আমরা শিক্ষার্থী পাই না। এবার আশা করি সেদিকে অনেকেই যেতে উদ্বুদ্ধ হবেন। এটা তাদের জন্যও ভালো, দেশের জন্যও ভালো।’

তিনি বলেন, ‘আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে গত বছর যে সুযোগ ছিল, এবারও স্বাভাবিকভাবে যতটুকু বেড়েছে ততটুকুই। তাতে যারা জিপিএ-৫ পেয়েছে তারাসহ সবাইকেই এই পর্যায়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, বিভিন্নভাবে এ পরীক্ষা হবে। কাজেই সেখানে তারা তাদের মেধার পরিচয় দিয়ে, স্বাক্ষর দিয়েই ভর্তির সুযোগ পাবে।’

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply