উপবৃত্তি নিউজশিক্ষা নিউজ

শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন 2023

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান প্রদানের আবেদনের সময়সীমা আরেক দফায় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক- কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আরো পড়ুন- ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন বিজ্ঞপ্তি

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক- কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১৫ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন 2023

শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন 2023

 

এদিকে অনুদানের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের বিজ্ঞপ্তিতে টাকার পরিমাণ উল্লেখ নেই। নীতিমালা ও শর্ত অনুসারে সবাই আবেদনের যোগ্যও না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে সবাইকে অনুদান দেওয়া হবে ১০ হাজার টাকা করে।

এ বিষয়ে দুপুরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহবান করা হয়েছে। তবে আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হবে। এ বিষয়ে কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এর আগে ১৮ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তিতে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও.ভুক্ত ও নন-এম.পি.ও.) মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করাসহ পাঠাগারের উন্নয়ন কাজের জন্য অনুদানের আবেদন করতে বলা হয়।

এছাড়াও শিক্ষক-কর্মচারীগণ তাঁদের দুরারােগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার এবং ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্র-ছাত্রীবৃন্দ দুরারােগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, রােগগ্রন্থ, গরীব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে

আরো পড়ুন- ১০ হাজার টাকার গুজবে স্কুল-কলেজে ভিড় করছে শিক্ষার্থীরা

প্রসঙ্গত, ১৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অনুদান সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহবান করতে হবে। পরে সেই সময়সীমা এক দফায় বাড়িয়ে রবিবার (৭ মার্চ) পর্যন্ত বাড়ানো হয়েছিল। এদিকে, আজ ছিল আবেদনের শেষ দিন। তবে এদিন কর্তৃপক্ষ আবেদনের সময় আরেক দফায় বাড়িয়ে আগামী ১৫ মার্চ পর্যন্ত করেছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply