জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এ মনােনিত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ

উচ্চতর পর্যায়ের গবেষণাকার্য পরিচালনার জন্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটে বঙ্গবন্ধু চেয়ার এ মনােনিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.হারুন-অর-রশিদ।

জানা গেছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯ জন জ্যেষ্ঠ শিক্ষক হাইডেলবার্গ বঙ্গবন্ধু চেয়ার এ মনােনয়ন পেতে আবেদন করেছেন। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ মােট ৮ সদস্যের বিজ্ঞ জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. হারুন-অর- রশিদকে নির্বাচিত করে বঙ্গবন্ধু চেয়ারের জন্য মনােনয়ন প্রদান করেন।

আজ বুধবার (৩১ মার্চ) অনলাইন প্লাটফর্ম জুম অ্যপসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে হাইডেলবার্গ।বঙ্গবন্ধু চেয়ার এর জন্য মনােনিত প্রফেসর ড. হারুন-অর-রশিদের নাম ঘােষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মােমেন এমপি, অনুষ্ঠানে বাংলাদেশের জার্মানি রাষ্ট্রদূত পিটার ফাহরেন হােলপয, ইউজিসির।চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ইউজিসির সদস্যবৃন্দ, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর মােশররফ হােসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পররষ্ট্রসচিব মাসুদ বিন মােমেন।

উল্লেখ্য, দীর্ঘ দুইদশক বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশ সরকার হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার এর পদটি পুনরুজ্জীবিত করে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply