বেফাক পরীক্ষার রেজাল্ট 2024 PDF Download বেফাক কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষার ফল 2023 প্রকাশ ব্যক্তিগত ফলাফল (পুরুষ,মহিলা)
বেফাক পরীক্ষার রেজাল্ট 2024 PDF Download ব্যক্তিগত ফলাফল (পুরুষ,মহিলা) আজ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীনে কওমি মাদ্রাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার ফল 2023 প্রকাশ করা হবে। বেফাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। এ বছর সারাদেশে দুই লাখ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ ২৫ হাজার জন অংশ নিয়েছেন।
আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় https://wifaqedu.com/তে ফলাফল প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।
বেফাক কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষার ফল 2024 প্রকাশ ব্যক্তিগত ফলাফল (পুরুষ,মহিলা)
কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট চেক লিংক-
47th BEFAQ Exam Result Check Link-
Student Result Link- https://wifaqresult.com/
Madarisil Result Check Link- https://wifaqresult.com/madrasas
Medha Talika Check Link- https://wifaqresult.com/medha-talika
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউনের মধ্যে মাদরাসা বন্ধ থাকলেও আমাদের শিক্ষকরা ফল তৈরির জন্য নিরলসভাবে কাজ করেছেন। লকডাউনের কারণে ঘরে বসেই পরীক্ষার খাতা দেখেছেন পরীক্ষকরা। এরপর সারাদেশকে ৪০টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিল।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৪ দশমিক ০৪ শতাংশ। তার মধ্যে ছাত্র ৮২ দশমিক ১০ শতাংশ এবং ছাত্রী ৫৭ দশমিক ২১ শতাংশ।
বেফাক পরীক্ষার রেজাল্ট 2024 PDF Download
গতকাল সোমবার দুপুরে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কাজলার পাড় নিজস্ব কার্যালয়ে বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক বোর্ডের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মাহমুদুল হাসানের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন এবং সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এ সময় বেফাক সভাপতি মাহমুদুল হাসান বলেন, কওমী মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজীর স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের শান্তির বাণী তুলে ধরবে। তারাই আমাদের ভবিষ্যৎ। দেশ, স্বাধীনতা ও ইসলামের জন্য নিজেদের মেধাকে এখলাসের সাথে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।
বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মাহফুজুল হক বলেন, কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশের বিশাল এ কর্মকান্ডের বিভিন্ন স্তর-নিবন্ধন, পরীক্ষার্থী অন্তর্ভুক্তি, প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রগুলোতে প্রেরণ, পরীক্ষা গ্রহণ, খাতা দেখা, খাতা নিরীক্ষণ, ফলাফল তৈরি ইত্যাদি কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ডের দায়িত্বশীলরা এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রম প্রদান ও ঐকান্তিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংশ্লিষ্টদের নির্মোহ চেষ্টার ফলেই শিক্ষার্থীরা যথাসময়ে তাদের ফলাফল হাতে পেয়েছে।
বেফাকের ৪৪তম এ কেন্দ্রীয় পরীক্ষায় স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫২ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৪৬৪ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৩৩ জন।
পরীক্ষার ফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ফলাফল সংক্রান্ত ওয়েব সাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বেফাক।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে ৪৮০ টি পুরুষ ও ৭০৬টি মহিলা কেন্দ্রে মোট ৬টি স্তরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডে (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা। অংশগ্রহণ করে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। এতে ছাত্র সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯২ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫০২ জন।
ভারপ্রাপ্ত মহাপরিচালক মুহম্মাদ যুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি ছফিউল্লাহ, আমেলা সদস্য নেয়ামতুল্লা-আল-ফরিদি, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, মকবুল হোসাইন, আহমাদ আলী, নাসিরুদ্দিন এবং বিভিন্ন মাদরাসার মুহতামিমরা, পরীক্ষা বিভাগের দায়িত্বশীল ও কর্মীরা।