শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা ইস্তাম্বুল: ইস্তাম্বুলে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Istanbul: Apply for a Visa to Istanbul 2022

উচ্চশিক্ষা ইস্তাম্বুল: ইস্তাম্বুলে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Istanbul: Apply for a Visa to Istanbul 2022. তুরস্কের ইস্তাম্বুলে চার দিনের ইয়ুথ সামিটে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে ইউএস ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি এন্ড হিউম্যান রাইটস (ইউএসআইডিএইচআর)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থী এ সামিটে অংশগ্রহণ করতে পারবেন।

 

বিমানে আসা-যাওয়ার খরচ, হোটেলে থাকার ব্যবস্থা, খাবার ও সার্টিফিকেটসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে ৫০ ডলার প্রদান করতে হবে। যোগ্যদার মানদণ্ড:বিশ্বের যে কোনো দেশের সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আইন, এনভারনমেন্ট এবং সোশ্যাল স্টাডিজ নিয়ে অধ্যয়নে আগ্রহী। টিকা দেয়া বাধ্যতামূলক।

 

সুযোগ-সুবিধাসমূহ: বিমানে আসা-যাওয়ার খরচ। হোটেলে থাকার ব্যবস্থা। খাবারের ব্যবস্থা। সামিটের টিকিট। সার্টিফিকেট। অনলাইনে আবেদন করা যাবে।

 

Higher Education Istanbul: Apply for a Visa in Istanbul 2022 Higher Education Istanbul: Apply for a Visa to Istanbul 2022. The US Institute of Diplomacy and Human Rights (USIDHR) is offering the opportunity to participate in the four-day Youth Summit in Istanbul, Turkey. Students from any country, including Bangladesh, can participate in this summit.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply