প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

বাস্তুবিদ্যা প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪ বিভাগঃ প্রাণিবিজ্ঞান

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪
বিভাগঃ প্রাণিবিজ্ঞান
(বাস্তুবিদ্যা বিষয়কোড: ২৩৩১০৩)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ
১। লেনটিন ও লোটিক হ্যাবিটেট এর মধ্যে পার্থক্য লেখ। ১০০%
২। নদী ও মোহনার বাস্তুতন্ত্র তুলনা কর। ১০০%
৩। তাপভেদে হ্রদের স্তরায়ন উল্লেখ কর। ১০০%
৪। শিকার ও শিকারীর মধ্যে সম্পর্ক আলোচনা কর। ১০০%
৫। স্বাদু পানির বসতির ভৌত-রাসায়নিক বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। সম্প্রদায়ের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৭। বাস্তুতন্ত্রের প্রকারভেদ উল্লেখ কর।
৮। মোহনার শ্রেণিবিন্যাস কর। ১০০%
৯। তুন্দ্রা বায়োম কী? এর বৈশিষ্ট্যগুলো লেখ। ৯৯%
১০। ইমপাউন্ডমেন্ট কী? এবং পানির পরিস্ফুটন বর্ণনা কর। ৯৯%
১১। পৃথিবীর প্রধান প্রধান বায়োমের নাম লিখ। ৯৯%
১২। ওসেনিক অঞ্চলের প্রাণিকুলের বর্ণনা দাও। ৯৯%
১৩। অন্তঃপ্রজাতিক ও আন্তঃপ্রজাতিক সম্পর্ক বলতে কী বুঝায়? ৯৯%
১৪। বায়োম ও বায়োম-টাইপ বলতে কী বুঝায়? ৯৯%
১৫। হ্রদ কী? হ্রদের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%

গ-বিভাগ
১। দুটি প্রজাতির মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আন্তঃক্রিয়া উদাহরণসহ বর্ণনা কর। ১০০%
২। চলমান পানিতে বসবাসকারী প্রাণিকূলের অভিযোজন বর্ণনা কর। ১০০%
৩। বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও। একটি পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা কর। ১০০%
৪। সমুদ্রের বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য কী? সমুদ্রের অঞ্চলায়ন বর্ণনা কর। ১০০%
৫। বাস্তুতান্ত্রিক পিরামিড কী? বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিডের বর্ণনা দাও। ১০০%
৬। জীব-ভূ-রাসায়নিক চক্র কি? প্রকৃতিতে কার্বন চক্র বর্ণনা কর। ১০০%
৭। খাদ্য শৃঙ্খলের পুষ্টিস্তর সীমিত হয় কেন? বাস্তুবিদ্যার ইতিহাস ও কার্যপরিধি বর্ণনা কর। ১০০%
৮। বাস্তুতান্ত্রিক অনুক্রমের মাধ্যমে প্রকৃতিতে কিভাবে চূড়ান্ত সম্প্রদায়ের আবির্ভাব ঘটে তা বর্ণনা কর। ১০০%
৯। সম্প্রদায়ের স্তরবিন্যাস লিখ। জীব সম্প্রদায়ের গঠন ও উপাদান আলোচনা কর। ৯৯%
১০। গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিস্নাত বনভূমি ও তুন্দ্রা বায়োমের প্রাণিকুলের অভিযোজন বর্ণনা কর। ৯৯%
১১। একটি বাস্তুতন্ত্রে শক্তি কিভাবে প্রবাহিত হয় বর্ণনা কর। ৯৯%
১২। কীভাবে শিকারী প্রাণীরা একটি শিকার জনসংখ্যার স্থায়িত্ব বজায় রাখে উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ক্লাইম্যাক্স কী? ক্লাইম্যাক্স সম্পর্কিত মতবাদগুলো আলোচনা কর।৯০%
১৪। উদাহরণসহ গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণিকুলের অভিযোেজনিক বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১৫। নদীর অঞ্চলায়ন আলোচনা কর এবং এর বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য লিখ। ৯০%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

চলতি বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা যেভাবে হবে । এ বছর শিখনফলের ভিত্তিতে সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে এবং সে অনুযায়ী ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এছাড়া পরের বছরেও এই সংক্ষিপ্ত পাঠ্যসূচীর ভিত্তিতে এসএসসি পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি পরীক্ষার জন্য ১৮৪ কর্মদিবসের ক্লাসের হিসাব করে নতুন এ পাঠ্যসূচি করা হয়েছে। গতকাল বুধবার আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সরকারের এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, পাঠ্যসূচির কিছু অংশ অ্যাসাইনমেন্টের মাধ্যমেও মূল্যায়ন করা হবে। যা আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শুরু করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর প্রথমদিকে এ বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে। প্রথম দিকে অন্যান্য শ্রেণীর ক্লাস করে সপ্তাহে একদিন। এরপর ক্রমাগতভাবে বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পূর্ণাঙ্গভাবে শিক্ষা কার্যক্রম চলবে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ক্লাস শুরুর পরে জানিয়ে দওয়া হবে।

পরীক্ষার সময়সূচির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত বছরের ফেব্রয়ারী মাসে এসএসসির এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হতো। কিন্তু করোনার কারণে গত বছর থেকে পুরো শিক্ষাপঞ্জিই এলোমেলো হয়ে গেছে।
তিনি বলেন, গত বছর পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির গড় ফলের ভিত্তিতের এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছিল। এর ফলে সব শিক্ষার্থীই পাস করেছিলেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply