শিক্ষা নিউজ

১ লাখ নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে নগদ সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু

করোনায় ক্ষতিগ্রস্ত ১ লাখ নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে নগদ সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে দেওয়া হচ্ছে আড়াই হাজার টাকা করে। এজন্য ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ছাড় হওয়া অর্থ থেকে ১৪ হাজার ৮৫৮ জন নন-এমপিও শিক্ষক পাবেন জনপ্রতি ৫ হাজার ৩০ টাকা করে। এতে ব্যয় হবে ৭ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। সমহারে ১৫৮ জন নন-এমপিও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষককেও অর্থ দেওয়া হবে। এতে ব্যয় হবে ৭ লাখ ৯৪ হাজার ৭৪০ টাকা। ৩ হাজার ১২১ জন কর্মচারীকে জনপ্রতি ২ হাজার ৫১৫ টাকা করে দেওয়া হবে। এতে ব্যয় হবে ৭৮ লাখ ৪৯ হাজার ৩১৫ টাকা। এছাড়া, ১১০ জন নন-এমপিও কারিগরি কর্মচারী সমহারে অর্থ পাবেন। এতে ব্যয় হবে ২ লাখ ৭৬ হাজার ৬৫০ টাকা।

সব মিলে প্রথম ধাপে খরচ হবে ৮ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৪৪৫ টাকা। ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের অধীন ‘মুজিব শতবর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান’ শীর্ষক খাত থেকে এ টাকা ব্যয় হবে। এ খাতে ৭৫৮ কোটি টাকা বরাদ্দ আছে।

করোনায় ক্ষতিগ্রস্ত প্রকৃত শিক্ষক-কর্মচারীরাই যাতে নগদ সহায়তা পান, সেজন্য বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোকে (ব্যানবেইস) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ডাটাবেইসে থাকা ৬৪ জেলার ৮ হাজার ৪৯২টি স্কুল- কলেজের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারী মিলে মোট ১ লাখ ৫ হাজার ৭৮৫ জনের তালিকা করে শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়। সেই তালিকা ধরেই নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply