শিক্ষা খবরশিক্ষা নিউজ

জাতীয় শােক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালনের নির্দেশ

১৫ই আগস্ট জাতীয় শােক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র সূত্রোস্থ পত্রের অনুলিপি এতৎসঙ্গে প্রেরণ করা হলাে।

আরো পড়ুন- ১৮ বছরের উর্দ্ধের সকল শিক্ষার্থীদের টিকা গ্রহণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

উল্লেখ্য, সূত্রোস্থ পত্রে ১৫ই আগস্ট জাতীয় শােক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত শাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্পড়াউন ব্যানার ব্যবহার বিষয়ে নির্দেশনা রয়েছে।

এমতাবস্থায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র পত্রের আলােকে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বিজ্ঞপ্তিতে ১৫ই আগস্ট জাতীয় শােক দিবস ও জাতির পিতা বলবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে সকল সরকারি, আখাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের ভবনে ড্রপডাউন ব্যানার ব্যবহার করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ই আগস্ট ২০২১ জাতীয় শােক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারি অন্যান্য কর্মসূচি প্রতিপালনের পাশাপাশি ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানাের ব্যবস্থা গ্রহণ করা প্রয়ােজন৷

জাতীয় শােক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালনের নির্দেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতির পিতা এবং ১৫ই আগস্টের শহিদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে ড্রপডাউন ব্যানার মুদ্রণ ও ব্যবহারের ক্ষেত্রে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে :

• ড্রপডাউন ব্যানারটি ভবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাপ অনুযায়ী ভবনের সামনে দৃশ্যমানভাবে লাগানাের ব্যবস্থা গ্রহণ করা এবং ওয়েবসাইটে (mujib100.gov.bd) প্রদত্ত ড্রপডাউন ব্যানারের নমুনার আলােকে প্রস্তুত করা;

• ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। স্থান সংকুলান সাপেক্ষে ১৫ই আগস্টের সকল শহিদের ছবি ব্যবহার করা যাবে;

• ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের শহিদগণ ব্যতীত অন্য কোনাে ছবি ব্যবহার না করা;

• ড্রপডাউন ব্যানারের উপরে বাম পার্শ্বে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর লােগাে, মাঝখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লােগাে (প্রযােজ্য ক্ষেত্রে) এবং ডান পার্শ্বে মুজিববর্ষের লােগাে ব্যবহার করা যাবে। তবে ব্যানারের নিচে প্রতিষ্ঠানের নাম লােগােসহ (যদি থাকে) ব্যবহার করা যেতে পারে;

• ব্যানারে স্থান সংকুলান সাপেক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনাে ভাষণের উদ্ধৃতি দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনাে উদ্ধৃতি বা কবিতার পঙ্ক্তি ব্যবহার করা যেতে পারে।

এমতাবস্থায়, ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে বর্ণিত নির্দেশনার আলােকে ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার ব্যবহারের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply