শিক্ষা খবরশিক্ষা নিউজ

সাইন্টিফিক অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি 2022 Scientific Officer Post Viva Routine Schedule

সাইন্টিফিক অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি 2022 Scientific Officer Post Viva Routine Schedule, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল। মৌখিক পরীক্ষার তারিখঃ ২২ নভেম্বর ২০২২। ১৯.১১.২০২২ তারিখে অনুষ্ঠিত সাইন্টিফিক অফিসার পদের আইটি- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- রোবোটিক্স এন্ড মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের লিখিত পরীক্ষার ফলাফল।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সাইন্টিফিক অফিসার পদে জনবল নিয়োগের নিমিত্ত অদ্য ১৯.১১.২০২২ তারিখ সকাল ১১:০০ টায় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, ড. কুদরত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীগণের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাইন্টিফিক অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি 2022 Scientific Officer Post Viva Routine Schedule

সাইন্টিফিক অফিসার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি 2022 Scientific Officer Post Viva Routine Schedule

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছি। পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে। এখন করোনার যে সংক্রমণের হার, মৃত্যুর হার, সবকিছু মিলিয়ে যে অবস্থা, সেসব বিবেচনায় কবে নাগাদ আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব সেটা বলার কোনো সুযোগ নেই।

রোববার (১৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরো পড়ুন- কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার এখন নিম্নগামী। কাজেই আমরা আশা করি- সবাই যদি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে মৃত্যুহার আরও নেমে যাবে। বিশেষজ্ঞরা যেমন বলেন, পাঁচ শতাংশ বা তার কম হলে তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সেটা যেমন আমরা মাথায় রাখছি, তেমনি একইসঙ্গে টিকার কার্যক্রম ব্যাপকভাবে শুরু করছি।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের সবাইকে টিকার আওতায় আনা হবে। যদি আমরা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিয়ে টিকার আওতায় নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আর বাধা থাকবে না।। শিক্ষক-কর্মচারীদের টিকা দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অধিকাংশেরও টিকাদান সম্পন্ন হয়েছে। কাজেই বাকি শিক্ষার্থীদেরও যদি আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে সংক্রমণের হার পাঁচে না নামলেও আমরা একটা সিদ্ধান্ত নেব।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নির্ভর করছে সংক্রমণ ও টিকা দেওয়ার অবস্থাটা কোন পর্যায়ে হয় সেটির ওপর। আমরা আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সকল পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি আমাদের আছে এখন পুরোপুরি নির্ভর করে করোনার পরিস্থিতির ওপর।

শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো সময় সব পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। এটি পুরোপুরি নির্ভর করে করোনা মহামারির অবস্থার ওপর- এটি কখন কী হয়। গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ অনেক কমে গিয়েছিল। এবছরও যদি সেটা হয় তাহলে সে সময়ে আমরা ভেবেছি- এসএসসি ও এইচএসসির পরীক্ষা নিতে পারব ইনশাল্লাহ। সেই অনুযায়ী আমরা পরীক্ষার সময়সূচি ঠিক করেছি। আর শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেয়া সম্ভব হবে৷

মন্ত্রী বলেন, যদি সংক্রমণের হার একেবারেই কমে যায় চলে আসে সে ক্ষেত্রে হয়তো সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে একসাথে খুলে দেওয়া যেতে পারে। যদি সংক্রমণ ধীরে ধীরে কমে সে ক্ষেত্রে হয়তো বিশ্ববিদ্যালয়ের খুলে দেওয়া হতে পারে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পেয়েছেন। সবই নির্ভর করছে সংক্রমণের গতিপ্রকৃতি ওপর।

শিক্ষামন্ত্রী আরো বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ধাপে ধাপে খোলার পরিকল্পনা আছে। আমরা যে একবার শিক্ষার্থীদের ৫দিন বা ৬ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আসবো তা কিন্তু নয়। আমরা ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করব। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply