শিক্ষা খবরশিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৩০ মার্চ

২০২২ সালের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,ঢাকা। ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার নম্বর পত্র / মার্কশীট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মূল সনদপত্র নিম্নে বর্ণিত সময় ও নিয়ম অনুযায়ী অত্র অফিস থেকে গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে।

বিতরণের তারিখ: ৩০/০৩/২০২২ ইং তারিখ হতে ৩১/০৩/২০২২ইং পর্যন্ত

সময়: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত।

সময় সনদ বিতরণের স্থান: ৪ নং ভবনের ০৬ তলা (লিফটের-৫)।

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট (নম্বরপত্র) বিতরণ শুরু হবে। সনদ নেয়ার পর কোনো ভুল থাকলে পরবর্তী সাত দিনের মধ্যে তা সংশোধন করা যাবে।

 

মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা এবং পরদিন বৃহস্পতিবা (৩১ মার্চ) ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ বিতরণ হবে।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধান নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষকের (শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট দেয়া হবে না) মাধ্যমে উল্লেখিত সময়ে অফিস চলাকালীন উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করবে। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে সনদপত্র নেয়ার জন্য ক্ষমতা দেয়া যাবে না।

এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৩০ মার্চ

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি ২০২২

জেলাওয়ারী বিতরণের তারিখঃ ঢাকা মহানগর ১৪/০৯/২০২১, ঢাকা জেলা ১৫/০৯/২০২১, ফরিদপুর ১৬/০৯/২০২১, রাজবাড়ী ১৯/০৯/২০২১, গােপালগঞ্জ ২০/০৯/২০২১, মাদারীপুর ২১/০৯/২০২১, শরীয়তপুর ২২/০৯/২০২১, নারায়নগঞ্জ ২৩/০৯/২০২১, নরসিংদী ২৬/০৯/২০২১, গাজীপুর ২৭/০৯/২০২১, মুন্সিগঞ্জ ২৮/০৯/২০২১, মানিকগঞ্জ ২৯/১৯/২০২১, টাংগাইল ০৩/১০/২০২১, কিশােরগঞ্জ ০৩/১০/২০২১

প্রকাশিত বিজ্ঞপ্তিতে, শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহন করার জন্য কতজন ছাত্র/ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে৷

অধ্যক্ষ / ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় অথাৎ উভয় ক্ষেত্রেই গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply