শিক্ষা খবরশিক্ষা নিউজ

CHCP Viva Result 2022 – communityclinic.gov.bd কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পরীক্ষার ফলাফল

CHCP Viva Result 2022 – communityclinic.gov.bd কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লান এ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে জনবল নিয়োগের লিখিত পরিক্ষার ফলাফল

CHCP Viva Result 2022 – communityclinic.gov.bd কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পরীক্ষার ফলাফল

CHCP Viva Result 2022 – communityclinic.gov.bd কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পরীক্ষার ফলাফল

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুত টিকার নিবন্ধনের আহ্বান জানিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ইউনিভ্যাক ওয়েবলিংকের মাধ্যমে কোভিড-১৯ টিকার প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে ইউজিসি।

আরো পড়ুন- ইউজিসি’র ওয়েবলিংকে শিক্ষার্থীরা টিকার নিবন্ধন করবেন যেভাবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদ নেই, তাদের দ্রুত জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে শিক্ষার্থীদের ইউনিভ্যাক ফেসবুক গ্রুপে (fb.com/groups/univac.support) বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।

ইউনিভ্যাক ওয়েবলিংকে (https://univac.ugc.gov.bd) নিবন্ধন শেষে শিক্ষার্থীরা আগামী সপ্তাহ থেকে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা অ্যাপে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

এর ইউজিসি গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার জন্য একটি ওয়েবলিংক চালু করে। ২৭ সেপ্টেম্বরের মধ্যে তারা এই লিংক ব্যবহার করে টিকার নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়। যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ নেই তাদেরকে দ্রুতসময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে আহ্বান জানায় ইউজিসি।

আরো পড়ুন- বিশ্ববিদ্যালয়ের ৩৬ লাখ শিক্ষার্থী এখনও টিকা পায়নি

ইউজিসি’র ওয়েবলিংকে টিকার রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে নীচের লিংকে (https://univac.pntdns.com/) প্রবেশ করতে হবে। এরপর Are you vaccinated লেখার নীচে YES এবং NO অপশন দেখতে পারবেন, উক্ত অপশনে NO লিখে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।

এরপর যদি আপনার পরিচয় পত্র থাকে তাহলে Do you have National ID (NID)? অপশন YES দিবেন না থাকলে NO দিয়ে পরবর্তী ধাপে গিয়ে Do you have Birth Certificate? অপশনে অবশ্যই YES দিতে হবে টিকার রেজিষ্ট্রেশন করার জন্য।

তারপর নাম, একটি সচল ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রার করে নিতে হবে এবং উক্ত ইমেইল, পাসওয়ার্ড দিতে লগইন করতে হবে। পরবর্তী ধাপে একটি ফরম দেখতে পারবেন উক্ত ফরমে আপনার University Name, Institute/College/Faculty Name, Department Name, Session, Semester, Student Name *, Email *, Student ID *, Birth Certificate No *, Primary Phone Number *, Secondary Phone Number, Gender *, Date Of Birth সঠিকভাবে লিখে সাবমিট কর‍তে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply