শিক্ষা নিউজ

পুলিশের সহায়তা চেয়ে থানায় কিভাবে জিডি বা সাধারণ ডায়েরি করবেন জেনে নিন

আমারা জিবনে চলার পথে বিভিন্ন গুরুতর সমস্যার মুখোমুখি হয়ে থাকি এসব সমস্যা জন্য আমাদের থানায় জিডি বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে পুলিশের সহায়তা চেয়ে থানায় কিভাবে জিডি বা সাধারণ ডায়েরি করবেন জেনে নিন।

সেবার সুবিধা:
যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়।
নাগরিক সেবা নিশ্চিত হয়।
নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ ক…
কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়।
কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়।
কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়।

প্রক্রিয়া:
জিডি করতে হলে প্রথমে একটি সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে। এ দরখাস্তের ধরন অন্যান্য দরখাস্তের মতোই। ‘বরাবর’-এর নিচে লিখতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওই থানার নাম। এরপর বিষয় অংশে আপনি যেজন্য জিডি করছেন সংক্ষেপে তা লিখতে হবে। দরখাস্তের মূল বা ভেতরের অংশে কী কারণে জিডি করবেন তা বিস্তারিত বর্ণনা করতে হবে। এক্ষেত্রে ঘটনার তারিখ, সময় ও স্থান উল্লেখ করা খুবই জরুরি। দরখাস্ত লেখা শেষে নিচে আবেদনকারীর নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রয়োজনে ফোন নম্বর উল্লেখ করতে হবে। এরপর তা ফটোকপি করে মূলকপিসহ থানায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তার নিকট জমা দিতে হবে। পুলিশ কর্মকর্তা থানায় নির্দিষ্ট নথিতে জিডিটি তালিকাভুক্ত করে জিডির কপিতে সিল, স্বাক্ষর, তারিখ ও জিডি নম্বরসহ এক কপি আবেদনকারীকে দেবেন। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জিডি গণ্য হবে না।

জিডির নমুনা
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা

••• •••…. থানা
ঢাকা
বিষয়: এসএসসি সার্টিফিকেট হারানাে সংবাদ ডায়েরীভুক্ত করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন।

মহােদয়,
আমি নিম্ন সাক্ষরকারী আপনার থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, অমুক জিনিস টা আজ অমুক সময় আনুমানিক ১২ টার সময় অমুক স্থান এর পাশের রাস্তা থেকে হারিয়ে গেছে।

এমতাবস্থায় হারানাের বিষয়টি ডায়েরীভুক্ত করে প্রয়ােজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরােধ জানাচ্ছি।

জিনিস বিবরণ:
দাখিলকারী,
ঠিকানা…
ফোন…

সেবা প্রাপ্তির যোগ্যতা : বাংলাদেশের যে কোন নাগরিক

প্রয়োজনীয় কাগজপত্র : আবেদন পত্র

প্রয়োজনীয় খরচ : বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়

প্রয়োজনীয় সময় : ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ দিন

কাজ শুরু হবে : নিকটস্থ থানা

আবেদনের সময় : সারা বছর যে কোন সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা : এসআই/এএসআই

সেবা না পেলে কোথায় যাবেন : সাকের্ল এ এস পি

বিস্তারিত তথ্যের জন্য : ১০০

প্রয়োজনীয় ওয়েবসাইট : www.police.gov.bd

Find out how to make a GD or general diary at the police station with the help of police

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply