শিক্ষা খবরশিক্ষা নিউজ

সরকারি স্কুলে ভর্তির লটারির অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে

২০২২ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ লক্ষ্যে সরকারি মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ১ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠান আয়ােজন করা হয়েছে। মাউশির এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে গত বছর থেকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে সরকার। সেই ধারাবাহিকতায় এবারও মাধ্যমিক পর্যায়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে। আগামী ১০ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ১৬ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন করতে হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১৩ ডিসেম্বর।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি অনুষ্ঠান ১১/১২/২০২২ তারিখ বুধবার বিকাল ৩:০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ফেসবুক পেইজ (http://www.facebook.com/dshe.moebd) এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

দেশের ৫৪০টি সরকারি স্কুলে ভর্তির লটারি আগামীকাল সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কাল দুপুর দুইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ভর্তির লটারির আয়োজন করা হবে। স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লটারির ফল দেখা যাবে। এর পরদিন আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বেসরকারি স্কুলের ভর্তির লটারি।

জানা গেছে, সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উল্লেখ্য, উক্ত ডিজিটাল লটারি অনুষ্ঠানে ডা. দীপু মনি, এম.পি. মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং জনাব মাে: মাহবুব হােসেন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।

এমতাবস্থায়, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির এ অনুষ্ঠানে সকলকে সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরােধ জানানো হয়েছে। This is how you will see the government school admission lottery program live

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply