শিক্ষা নিউজ

নতুন ব্যাকরণ Vs পুরাতন ব্যাকরণ (৯ম ও ১০ম শ্রেণি)

নতুন ব্যাকরণ Vs পুরাতন ব্যাকরণ (৯ম ও ১০ম শ্রেণি)

পরিবর্তিত  কয়েকটি নতুন বাংলা ব্যাকরণ

 

উষ্মধ্বনি:

বর্তমানে ৩টি (শ, স, হ);

পূর্বে ছিলো:  ৪টি (শ, স, ষ, হ)

সমাস:

বর্তমানে ৪ প্রকার ( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ);

পূর্বে ছিলো: ৬ প্রকার।

উৎস অনুযায়ী বাংলা শব্দ:

বর্তমানে ৪ প্রকার (তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি);

পূর্বে ছিলো: ৫ প্রকার (তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি)

পদ মোট:

বর্তমানে ৮ প্রকার;

পূর্বে ছিলো: ৫ প্রকার

সর্বনাম:

বর্তমানে  ৯ শ্রেণিতে বিভক্ত;

পূর্বে ছিলো: ১০ শ্রেণিতে বিভক্ত

বিভক্তি:

বর্তমানে ৩ প্রকার;

পূর্বে ছিলো: ৭ প্রকার (শব্দবিভক্তি)

বর্তমান কাল:

৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);

পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)

ভবিষ্যৎ কাল:

৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ);

পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)

কারক:

বর্তমানে ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);

পূর্বে ছিলো : ৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)

যতিচিহ্ন: বর্তমানে ১৪টি;

পূর্বে ছিলো: ১২টি।

বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ;

পূর্বে ছিলো: চতুর্থ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *