৭ কলেজজাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবরশিক্ষা নিউজ

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান থাকবে’।

এদিকে করোনার কারণে আরো দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বিকেলে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।

ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণের হার বর্তমানে ৩০ শতাংশের কাছাকাছি। এ পরিস্থিতিতে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে, সে বন্ধের সময়সীমা আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, আমি আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। এতে আমাদের করোনা সংক্রমণের হার কমে আসবে। তখন আমরা আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে শ্রেণি কার্যক্রমে নিয়ে আসতে পারবো।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া এক নির্দেশনায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। আর বিশ্ববিদ্যালয়গুলোকেও একই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। সে প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালানোার নির্দেশনা দেয়া হয়েছে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply