শিক্ষা খবরশিক্ষা নিউজ

সাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলু

সাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলু । Khalid Hasan Milu travelled from Tetulia to Teknaf on a bicycle। টানা ৩৫ ঘন্টা সাইকেল চালাবার পর guinness book of world records এ নাম লেখাতে আশাবাদী রংপুরের,  কাউনিয়া থানার,  ২নং হারাগাছ ইউনিয়নের, সোনাতন গ্রামের মোঃ মিলন সরকারের ছেলে খালিদ হাসান মিলু।

মিলু গত ১৪/০২/২০২২ তারিখে তার সাইকেল নিয়ে বাড়ি হতে বেরিয়ে পরে তার সপ্ন ছিল তেতুলিয়া থেকে টেকনাফ সাইকেলে ভ্রমণ করবে অতঃপর আজ ২২ ফেব্রুয়ারী টেকনাফে পৌঁছান।

গড়ে প্রতিদিন পাড়ি দিতে হয়েছে প্রায় ১২০ কিলোমিটার পথ। দূরত্ব মাপতে পুরো পথে ব্যবহার করেছে গুগল ম্যাপ অ্যাপ।

এ সময় তার রুটিন ছিল সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাইক্লিং। পথে খেয়ে নিতেন দুপুরের খাবার, খাবারের পর আধা ঘণ্টা ঘুমিয়ে নিতেন রাস্তার পাশেই। এই কয় দিনের সাইকেল ভ্রমণে এই সাইক্লিস্টকে পড়তে হয়েছে অনেক সমস্যায়। তাপমাত্রা কম হওয়ার কারণে দিনে সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে পড়তেন। রাতে সাইক্লিংয়ে ডাকাতের ভয় ছিল সাথে শীত। রাতে থাকার জন্য অনেক সমস্যায় পড়তে হয়। এছাড়া কক্সবাজারে থাকতে হয়েছে ক্যাম্প করে।

সাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলু
সাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলু

সাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলুসাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলুসাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলুসাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলুসাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলুসাইকেলে তেতুলিয়া থেকে টেকনাফ পাড়ি দিলেন খালিদ হাসান মিলু

পারিবারিক ভাবে সচ্ছল না হওয়ায় ও অভাব অনাটনে থাকার জন্য তেমন কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি।  ও প্রচার প্রচারণাও সেভাবে করতে পারেনি,  কোনো সাংবাদিক এগিয়ে আসেনি তার এই সংবাদ প্রচার করতে, তবুও টানা  সর্বচ্চ ঘন্টা সাইকেল চালিয়ে দেশের নাম উজ্জ্বল করতে চায় মিলু।  সে এখন guinness book of world records এ নাম লেখাবার সপ্ন দেখছে।

উল্লেখ্য যে, এই সাইক্লিস্ট বর্তমানে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত আছেন।

মিলুর এই ভ্রমণের সব রহস্য রোমাঞ্চ, এডভেঞ্চার ভ্রমন প্রতিনিয়ত তার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply